1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
স্ত্রী নির্যাতনের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১ জানয়ারী ২০২৫, ০৮:৪ পূর্বাহ্ন

স্ত্রী নির্যাতনের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মারচ, ২০২১

যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগে চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবুকে আসামি করে আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) চাঁদপুরের আদালতে তার স্ত্রী আসমা আক্তার নূপুর এই মামলাটি করেন। মামলাটি আমলে নিয়ে তা তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিয়ের সময় স্ত্রীকে পারভেজ নাকফুল ছাড়া আর কিছুই না দিলেও নূপুরের বাবা ১০ ভরি ওজনের স্বর্ণালংকার ও ১ লাখ টাকার সাজানিসহ মোট ৮ লাখ টাকা খরচ করেন। বিয়ের পর মোহরানা পরিশোধ না করেই দাম্পত্য জীবন শুরু করেন তিনি।

সংসার জীবন চলাকালে অভিযুক্ত পারভেজ বিভিন্ন সময় তার স্ত্রীকে চাঁদপুরের সেবা সিটি সেন্টারে ফ্ল্যাট কেনার জন্য বাবার বাড়ি থেকে টাকা এনে দেয়ার জন্য নির্যাতন করেন। এ কারণে ভুক্তভোগী নূপুরের বাবা তার মেয়ের ভালো থাকার কথা চিন্তা করে পরিশোধ করার শর্তে এক বছরের জন্য ধার হিসেবে পারভেজ করিমকে ৩০ লাখ টাকা দেন।

পরে ওই টাকা দিয়ে সেবা সিটির অষ্টম তলায় ফ্ল্যাট কেনেন পারভেজ। টাকা দেয়ার পর থেকে স্ত্রীর ওপর নির্যাতন বন্ধ রাখেন তিনি। কিন্তু সে আজও ওই টাকা ফেরত দেননি। এর বেশ কিছুদিন পর অভিযুক্ত পারভেজ চাঁদপুরে ঠিকাদারি ব্যবসা সম্প্রসারণ করার জন্য তার স্ত্রীর কাছে আবারও ১০ লাখ টাকা দাবি করে। কিন্তু এতে তার স্ত্রী রাজি না হওয়ায় ফের শারীরিকভাবে নির্যাতন শুরু করেন তিনি।

এরই ধারাবাহিকতায় পারভেজ করিম বাবু গত ২৭ ফেব্রুয়ারি সকাল ৯ টার দিকে তালতলার ভাড়া বাসায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করেন। এক পর্যায়ে ব্যবহৃত স্বর্ণালংকার, কাপড়-চোপড় রেখে দিয়ে স্ত্রীকে এক-কাপড়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে বিষয়টি ভিকটিম তার মা এবং স্থানীয়দের জানানোর পর

তাদের চেষ্টায় শহরের মমিনপাড়াস্থ বাসায় সালিশি বৈঠক বসে। সেখানে উপস্থিত হয়ে আসামি পারভেজ করিম বলেন, ‘১০ লাখ টাকা যৌতুক না দিলে তিনি তার স্ত্রীকে নেবেন না এবং অন্যত্র বিয়ে করে যৌতুক হিসেবে ১০ লাখ টাকা আদায় করবেন।’ এ বলেই তিনি বৈঠক ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৪ এপ্রিল জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবুর সাথে শহরের মমিনপাড়ার বাসিন্দা আসমা আক্তার নূপুরের বিয়ে হয় ৫ লাখ টাকা দেনমোহরে।

ভুক্তভোগী আসমা আক্তার নুপুর বলেন, আমার স্বামী আমাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো।সংসার রক্ষা করার জন্য কখনো প্রতিবাদ করি নাই। কিন্তু এখন অনেকটা নিরুপায় হয়ে মামলা করতে হয়েছে।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST