1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট কাটল ওয়েস্ট ইন্ডিজ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট কাটল ওয়েস্ট ইন্ডিজ

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২২ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: বৃষ্টি আইনে স্কটল্যান্ডকে ৫ রানে হারিয়ে বিশ্বকাপের টিকিট কাটল ওয়েস্ট ইন্ডিজ। সহজ এক সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল দুই দল, জিতলেই বিশ্বকাপ। জর্জ মানসে ও মাইকেল লিস্ক এখন হয়তো ৫ রানের জন্য আক্ষেপেই পুড়ছেন।

বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে আজ উইন্ডিজদের হারালেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যেত স্কটল্যান্ডের। এ জন্য তাদের করতে হতো মাত্র ১৯৯ রান। ওয়েস্ট ইন্ডিজকে ১৯৮ রান অলআউট করে ৩৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৫ রান তুলে ফেলেছিল স্কটল্যান্ড।

এরপরই হারারে স্পোর্টস ক্লাব মাঠে নামে বৃষ্টি। যে বৃষ্টিতে আর একটি বলও খেলা হয়নি। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে তখন ৫ রানে পিছিয়ে ছিল স্কটল্যান্ড। স্কটিশদের তাই ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ রানে হারিয়ে ২০১৯ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

এখন ৮ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের পয়েন্ট সমান ৫। তবে জিম্বাবুয়ে নেট রানরেটে এগিয়ে দুইয়ে আছে। সমান ৪ পয়েন্ট নিয়ে চার ও পাঁচে আছে আয়ারল্যান্ড ও আফগানিস্তান। সুপার সিক্সে আরব আমিরাত এখনো একটি ম্যাচও জেতেনি। ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ বিশ্বকাপের টিকিট পাবে সুপার সিক্সের সেরা দুই দল। যার প্রথমটি নিশ্চিত করে ফেলল ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে আজ স্কটল্যান্ড জিতলে আর কাল জিম্বাবুয়ে দুর্বল আরব আমিরাতকে হারালে ২০১৯ বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হতো দুবারের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজকে। স্কটল্যান্ড আর জিম্বাবুয়ে পেতো বিশ্বকাপের টিকিট। তবে বৃষ্টি সাহায্যের হাত বাড়াল ওয়েস্ট ইন্ডিজের দিকে।

ওয়েস্ট ইন্ডিজের কাছে এই হারে স্কটল্যান্ডের আশা শেষ হয়ে গেছে। জিম্বাবুয়ের সামনে সুযোগ আছেই। কাল আরব আমিরাতকে হারালেই দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে জিম্বাবুয়ে। আয়ারল্যান্ড ও আফগানিস্তানের ম্যাচ হয়ে যাবে তখন নিয়ম রক্ষার।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST