খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বিশেষ বিমান পাঠিয়ে সৌদি আরবের জেদ্দা থেকে ৪০০ বাংলাদেশিকে দেশে ফেরত এনেছে সরকার। এদের মধ্যে ৩১৭ জন ওমরাহ পালন করতে গিয়ে দেশটিতে আটকা পড়েছিলেন।
মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার ভেরিফায়েড ফেইসবুকে আইডিতে এক স্ট্যাটাসে এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী ফেইসবুকে লিখেন, আজকে সকালে জেদ্দায় বিশেষ বিমান পাঠিয়ে আমরা ৪০০ জন বাংলাদেশের যাত্রীকে ফেরত এনেছি। যার মধ্যে ৩১৭ জন ওমরাহ করার জন্য গিয়ে আটকে পড়েছিলেন।
গত রবিবার অবশ্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন জানিয়েছিলেন, করোনাভাইরাসের কারণে সৌদি আরবের সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে আসা-যাওয়ার সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে শেষ ফ্লাইটটি মঙ্গলবার জেদ্দা ছাড়বে।
আর সেই ফ্লাইটে জেদ্দা ও মদিনা থেকে দেশে ফিরতে আগ্রহীদের ফ্লাইটে আসার অনুরোধ করেছিলেন মোকাব্বির হোসেন।
খবর২৪ঘন্টা/নই