1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
‘সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষের ইচ্ছেমতো ফ্লাইট পরিচালনায় বাধা নেই’ - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন

‘সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষের ইচ্ছেমতো ফ্লাইট পরিচালনায় বাধা নেই’

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপটেম্বর, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ইচ্ছেমতো ফ্লাইট পরিচালনায় সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষের বাধা নেই বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেছেন, বাংলাদেশ সরকার বিমানকে সৌদিতে ফ্লাইট পরিচালনা করতে না দিলেও সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষের ফ্লাইট পরিচালনা করতে কোনো সমস্যা নেই।

বুধবার সকালে ইস্কাটন গার্ডেনে প্রবাসীকল্যাণ ভবনে যাওয়া প্রতিনিধি দলের কাছে এমন কথা বলেন তিনি। এ সময় চলতি সমস্যা সমাধানের জন্য আগামী সোমবার পর্যন্ত সময় চান প্রবাসী কল্যাণমন্ত্রী।

করোনাভাইরাসের কারণে সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে আটকে পড়েছেন অনেক প্রবাসী। ফ্লাইট বন্ধ থাকায় আটকেপড়া কেউ সৌদিতে যেতে পারেননি। করোনার আগে যারা দেশে এসেছিলেন, যেতে না পেরে অনেকের ভিসা ও আকামার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনেকের ভিসা, আকামার মেয়াদ শেষ হবে। এই সময়ের মধ্যে যেতে না পারলে অনেকে কাজ হারাবেন। কিন্তু যাওয়ার টিকিট না পেয়ে বিপাকে পড়েছেন তারা।

দীর্ঘদিন বন্ধের পর শর্ত সাপেক্ষে ১৫ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর অনুমতি দেয় সৌদি সরকার। এরপর সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস বাংলাদেশে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে অনুমতি চায়। একইভাবে বিমানও বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করতে সৌদি অ্যাভিয়েশন কর্তৃপক্ষের কাছে অনুমতি চায়।

বেবিচক সৌদি এয়ারলাইনসকে সপ্তাহে দুটি ফ্লাইট চালানোর অনুমতি দিলেও বিমানকে অনুমতি দেয়নি সৌদি কর্তৃপক্ষ। এর ফলে সৌদি এয়ারলাইনসের অনুমতি বাতিলের সিদ্ধান্ত নেয় বেবিচক।

সৌদি আরবে যেতে উড়োজাহাজের টিকিট না পাওয়ায় কর্মস্থলে ফিরতে পারছেন না প্রবাসীরা। এতে ক্ষুব্ধ প্রবাসীরা গত রবিবার থেকে বিক্ষোভ করছেন।

তাদের অভিযোগ, লাইনে দাঁড়ালেও টিকিট দিচ্ছে না সাউদিয়া। রিটার্ন টিকিট থাকার পরও অতিরিক্ত ২৫ হাজার টাকা রিইস্যু করতে নিচ্ছে এয়ারলাইনসটি। একইসঙ্গে টিকিট বিক্রি করছে ৯৫ হাজার টাকায়।

ভিসার মেয়াদ বাড়ানো ও টিকিটের দাবিতে আজও রাজধানীর ইস্কাটন গার্ডেন সামনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করে সৌদি ফেরত প্রবাসীরা। বুধবার সকাল সোয়া ১০টা থেকে তারা মন্ত্রণালয়ের সামনের সড়কে অবস্থান নেন। পরে প্রবাসীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন মন্ত্রী ইমরান আহমদ।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST