খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: সৌদি আরবের সেনাপ্রধানকে বরখাস্ত সহ বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, সোমবার গভীর রাতে কয়েকটি আদেশের মাধ্যমে সেনাপ্রধানসহ শীর্ষ সেনা কর্মকর্তাদের বরখাস্ত করেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি নিউজ এজেন্সিতে এসব খবর জানানো হলেও সামরিক কর্মকর্তাদের বরখাস্ত করার কোনো কারণ উল্লেখ করা হয়নি।
সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে প্রায় তিন বছর ধরে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সেখানে কিছুটা বেকায়দায় পড়েছে সৌদি জোট। এই পরিস্থিতিতে সেনাপ্রধানসহ শীর্ষ সেনা কর্মকর্তাদের বরখাস্ত করার সিদ্ধান্ত নিল সৌদি আরব।
সৌদিতে সাম্প্রতিককালের অনেকগুলো বরখাস্তের পেছনে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হাত রয়েছে বলে ধারণা করা হয়। কয়েক মাস আগে দুর্নীতিবিরোধী অভিযানের নামে বেশ কয়েকজন প্রিন্স, মন্ত্রী ও ব্যবসায়ীকে বন্দী করা হয়েছিল ক্রাউন প্রিন্সের নির্দেশেই।
খবর২৪ঘণ্টা.কম/রখ