খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটিকে ৫-০ গোল উড়িয়ে দিয়েছে লিভারপুল। ম্যাচে ফারমিনহোর জোরা গোলের পাশাপাশি কৌতিনহো, আলেক্সান্ডার-আরনল্ড ও অক্সালেড চ্যাম্বারলিন একটি করে গোল করেছেন।
ম্যাচের প্রথমার্ধের ৬ মিনিটে মোহাম্মদ সালাহ’র পাসে এগিয়ে যায় সোয়ানসি সিটি। এরপর লিভারপুলকে ১-০ তে এগিয়ে দেন ফিলিপ কৌতিনহো। গোল খেয়ে সমতায় ফিরতে প্রথমার্ধের বাকি সময় বেশ ভালোই লড়েছিল সফরকারীরা। কিন্তু লাভ হয়নি। পিছিয়ে থেকেই যেতে হয়েছে বিরতিতে। বিরতির পর আর সুযোগ পায়নি সোয়ানসি।
এরপর জোরা গোল করেন ফারমিনহো। কৌতিনহো, আলেক্সান্ডার-আরনল্ড ও অক্সালেড চ্যাম্বারলিন একটি গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
খবর২৪ঘণ্টা.কম/রখ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।