1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সেল্টাকে হাফ-ডজন গোলে উড়িয়ে দিলো রিয়াল - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৩ জানয়ারী ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

সেল্টাকে হাফ-ডজন গোলে উড়িয়ে দিলো রিয়াল

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ মে, ২০১৮

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্কএই রিয়াল মাদ্রিদকে দেখে কে বলবে, লা লিগায় আগের ম্যাচেই সেভিয়ার কাছে ৩-১ গোলে হেরে গেছে দলটি। সেই ‘বিপর্যয়’ কাটিয়ে শনিবার (১২ মে) রাতে সেল্টা ভিগোর জালে গোল উৎসব করলো জিনেদিন জিদানের শিষ্যরা। ৬-০ গোলের ব্যবধানে এক কথায় সেল্টাকে উড়িয়ে দিয়েছে তারা।

২৩ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে রিয়ালের অনুশীলনটা দারুণ হয়েছে বলা যায়। একাদশে ছিলেন না রিয়ালের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সান্তিয়াগো বার্নাব্যুতে তার অভাব কিন্তু মোটেই বোঝা যায়নি। পর্তুগিজ তারকার অভাব পুষিয়ে দিতে নিজ কাঁধে দায়িত্ব তুলে নেন গ্যারেথ বেল।

গোল উৎসবের শুরুটাও হয় ওয়েলস তারকার পায়েই। ১৩ মিনিটে মাঝমাঠ থেকে লুকা মডরিচের পাস থেকে বল পান বেল। এরপর নিজেই বল নিয়ে ঢুকে পড়েন সেল্টা ভিগোর রক্ষণভাগে। প্রায় ফাঁকা পজিশন থেকেই সোজা গোলপোস্টে বল পাঠিয়ে দেন।

৩০ মিনিটে ডি বক্সের ভেতর থেকে বল নিজের নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষের ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডি-বক্সের ভেতরে ঢুকে শট নেন। আত্মবিশ্বাসী বেলের দ্বিতীয় গোল গোলে মাতে বার্নাব্যু।

এর মাত্র ১ মিনিট পর রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেন ইসকো। ইনজুরি থেকে ফিরে এসে প্রথম ম্যাচেই গোল পেলেন স্পেনের এ তারকা। বিরতি থেকে ফিরে ৫২ মিনিটে আশরাফ হাকিমির পা ছুঁয়ে চতুর্থ গোল পায় রিয়াল। এরপর ৭৪ মিনিটে আত্মঘাতী গোলে পঞ্চমবারের মতো উদযাপনের উপলক্ষ পায় রিয়াল। ৮১ মিনিটে টনি ক্রুস সেল্টা ভিগোরে কফিনে ঠুকে দেন শেষ পেরেকটি।

লা লিগায় ৩৭ ম্যাচে এটি রিয়ালের ২২তম জয়। ৭৫ পয়েন্ট নিয়ে জিনেদিন জিদানের শিষ্যদের অবস্থান পয়েন্ট টেবিলের তিনে। ৩৬ ম্যাচে ২৭ জয়ে ৯০ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে সবার ওপরে। আর ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST