1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সেলফি তোলা নিয়ে যুবলীগ নেতাকর্মীদের হাতাহাতি - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:০২ অপরাহ্ন

সেলফি তোলা নিয়ে যুবলীগ নেতাকর্মীদের হাতাহাতি

  • প্রকাশের সময় : সোমবার, ২ মারচ, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের রিমা কমিউনিটি সেন্টারে যুবলীগের বিভাগীয় প্রতিনিধি সভায় মঞ্চের সামনে সেলফি তোলা নিয়ে হাতাহাতিতে জড়িয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। এসময় পেশাগত দায়িত্বরত সাংবাদিকদের সঙ্গেও উচ্ছৃঙ্খল আচরণ করেন কতিপয় নেতাকর্মী।

সোমবার (২ মার্চ) দুপুরে সভায় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের বক্তৃতার মধ্যেই এ পরিস্থিতির সৃষ্টি হয়।

সেখানে দেখা যায়, যুবলীগ চেয়ারম্যান যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব সংগঠনটির নেতাকর্মীরা মঞ্চের সামনে সেলফি তুলতে হুড়োহুড়ি শুরু করেন। এ নিয়ে বাক্যবিনিময় এবং একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় কর্মরত সাংবাদিকদের সঙ্গেও উচ্ছৃঙ্খল আচরণ করেন কতিপয় নেতাকর্মী। পরে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সভায় পরশ ছাড়াও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের মেয়রপ্রার্থী রেজাউল করিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST