খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: মৃত্যু নয়, খুন করা হয়েছে, সুশান্তের আত্মহত্যার পর এই দাবি জোড়ালেভাবে উঠছিল৷ সেই মতোই বিহারের আদালতে সালমান খান, করণ জোহর, সঞ্জয়লীলা বনসালি, একতা কাপুর, আদিত্য চোপড়া, সাজিদ নাদিয়াদওয়ালার বিরুদ্ধে হল মামলা৷
আইনজীবী সুধীর কুমার ওঝা বিহারের মুজাফরপুরে ৩০৬, ১০৯, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা রজু করেন৷ ৩ জুলাই হবে মামলার শুনানি৷সুধীর কুমার ওঝা জানান , তিনি অভিযোগ করেছেন সুশান্ত সিং রাজপুতকে প্রায় ৭টি ছবি থেকে সরিয়ে দেয়া হয়েছিল৷ আর কিছু ছবির রিলিজও আটকে দেয়া হয়েছিল৷ এতে অভিনেতার যেন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল৷যার শিকার হয়ে তিনি এই মর্মান্তিক পথ বাছতে বাধ্য হয়েছিলেন৷
কিন্তু সুশান্তের এভাবে মৃত্যুর পিছনে অনেক চাপ কাজ করেছে বলে প্রথম থেকেই অভিযোগ ওঠে৷তার মতো দৃঢ়চেতা ছেলে এভাবে আত্মহত্যার পথ বেছে নেবেন, মেনে নিতে পারেনি পরিবারও৷ তাই তাকে খুন করা হয়েছে এমন অভিযোগও উঠে আসে৷ এবার সেই মতো আইনের পথে হাঁটলেন সুধীর কুমার ওঝা৷রোববার সকালে মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে সুশান্তের মরদেহ উদ্ধার করা হয়। অভিনেতার ময়নাতদন্তের রিপোর্টে এই মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলেই উল্লেখ করা হয়েছে।
সুশান্ত সিং রাজপুত বলিউডে পা রাখেন ‘কাই পো চে’ সিনেমার মাধ্যমে। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের ক্ষুধা মিটিয়েছেন তিনি। ‘ছিছোড়ে’, ‘রাবতা’, ‘কেদারনাথ’ তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য সিনেমা।১৯৮৬ সালের ২১ জানুয়ারি পাটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিং রাজপুত। পরবর্তীকালে দিল্লিতে চলে আসে তার পরিবার। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন। কিন্তু সেই সময় থেকেই থিয়েটারের দিকে ঝুঁকে পড়েন তিনি। নাচও শেখেন। তবে পড়াশোনা শেষ করতে পারেননি।খবর২৪ঘন্টা /এবি