1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সুপার ১২ নিশ্চিতের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১:১১ অপরাহ্ন

সুপার ১২ নিশ্চিতের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

জমে উঠেছে টি-২০ বিশ্বকাপের বি গ্রুপের লড়াই। প্রথম পর্বের শেষ রাউন্ডের ম্যাচে আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে নামছে বাংলাদেশ। সুপার টুয়েলভে যেতে চাইলে এ ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে।
ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

আসরে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে বড় ধাক্কা খায় বাংলাদেশ। পরের ম্যাচে ওমানকে হারালেও নিশ্চিত নয় টাইগারদের সুপার টুয়েলভ পর্ব। এ ম্যাচ জয়ের পরও তাকিয়ে থাকতে হবে শেষ ম্যাচের দিকে।

অন্যদিকে নিজেদের খেলা দুটি ম্যাচেই হেরেছে নবাগত পাপুয়া নিউ গিনি। প্রথম ম্যাচে পর্যুদস্ত হলেও দ্বিতীয় ম্যাচে দারুণ লড়াই করেছে তারা। আজকের ম্যাচ জিতলে পিএনজির সুপার টুয়েলভে যাওয়া ক্ষীণ সম্ভাবনা থাকবে। তবে অবশ্যই জিততে হবে বড় ব্যবধানে।

এদিকে টুর্নামেন্টের মাঝপথে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গ্রুপিং বিষয়ক সিদ্ধান্ত বদলে ধোঁয়াশা তৈরি হয়েছে সুপার টুয়েলভের গ্রুপিং নিয়েও।

আইসিসি প্রথমে জানিয়েছিল, বাংলাদেশ প্রথম পর্বে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন বা রানার্স আপ যেটাই হোক, সুপার টুয়েলভে তারা ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে গড়া গ্রুপ ‘টু’ তে পড়বে। কিন্তু হঠাৎই সেই সিদ্ধান্ত বদলেছে আইসিসি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ বি গ্রুপ রানার্স আপ হলে এই গ্রুপে না পড়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের ‘গ্রুপ ওয়ান’ এ পড়বে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, তাদের আগে নেয়া সিদ্ধান্তে এসেছে বদল। এর আগে গত ১৭ আগস্ট দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলংকাকে এ-১ ও বাংলাদেশকে বি-১ হিসেবে ঘোষণা দিয়েছিল তারা।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। ওই ম্যাচে হেরে বেশ বিপাকে পড়ে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে অবশ্য ওমানের বিপক্ষে ২৬ রানের জয়ে সুপার টুয়েলভে যাওয়ার সমীকরণে বেশ ভালোভাবেই টিকে আছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

তবে বি গ্রুপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে কি না এ নিয়ে অনেক সংশয় আছে। স্কটল্যান্ড শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জয় পেলে আর কোনো সমীকরণই কাজে আসবে না। স্কটল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

আর স্কটিশরা হারলে এবং বাংলাদেশ পাপুয়া নিউ গিনির বিপক্ষে জিতলে যেতে হবে রান রেটের সমীকরণে। সেখানেও বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কম।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST