খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: এভারগ্রিন সূচিত্রা সেনের দু’নাতনি রাইমা এবং রিয়ার এক ঝলক পাওয়ার জন্য পাপারাৎজিদের ভীর উপচে পরে চারিদিকে৷ তাছাড়া আজকাল খুব একটা তাঁদের মিডিয়ার চারপাশে দেখা যায় না, বলেই হয়তো দু’বোনকে নিয়ে ইন্টারেস্ট একটু বেশিই৷অবশ্য মিডিয়ার ক্যামেরা রাইমা এবং রিয়া ধরা দেওয়ার আগেই আপডেট পেয়ে যান তাঁর ফ্যানেরা৷
সোশ্যাল নেটওয়র্কিং সাইটে কমবেশি সকলেই বেশ অ্যাক্টিভ৷ খবরের পাতায় প্রিয় তারকার নিউজ পাওয়ার আগেই সেলেবরাই নিজেদের আপডেট টাইম টু টাইম পৌঁছে দেন ভক্তদের কাছে৷ তেমনই রিয়া সেনও নিজের প্রতিটি খবরাখবর পোস্ট করেন নিজের সোশ্যাল অ্যাকাউন্টে৷ সম্প্রতি তাঁর একটি পোস্টে সকলের চক্ষু চড়কগাছ৷
সাদা রঙের সরু স্ট্রাইপের আউটফিটে আগুন ধরালেন সাইবার দুনিয়ায়৷ ছবিটি সম্ভবত ফটোশ্যুটের৷ নিশ্চিত করে বলা যেতে পারে রিয়ার এই ছবি দেখে লাইকস আর কমেন্টের সংখ্যা তো বাড়ছেই সঙ্গে তাঁর ফলোয়াড়দের দৌড়েও ঢুকে পড়লেন বহু অনুরাগী৷
সকলকে তাক লাগিয়ে দেওয়ার মত ছবি আপলোড করার প্রতিযোগীতায় তিনি লম্বা রেসের ঘোড়া৷ কখনও বিকিনিতে বা কখনও শাড়িতে, বাকি নায়িকাদের থেকে কীভাবে লাইমলাইট কাড়তে হয় সেই সাইবার গেম ভালোই রপ্ত করেছেন রিয়া৷তাই সোনম কাপুরের বিয়ে নিয়ে যেখানে গোটা দেশ উত্তাল সেখানে সকলের নজর কাড়লেন এই সেক্সিফটো দিয়ে৷
রিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটু উঁকি মারলেই খোঁজ পাওয়া যাবে তাঁর ব্যক্তিগত জীবনের৷ বর এবং বন্ধু-বান্ধব নিয়ে বেশ সুখে শান্তিতেই আছেন নায়িকা৷ মিডিয়া এবং টলিউড থেকে খানিক দূরত্বে থাকলেও বিয়ের পর নিজের নতুন জীবন নিয়ে মশগুল রিয়া৷
খবর২৪ঘণ্টা.কম/নজ