1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সীমান্তে নেপালি পুলিশের গুলিতে ভারতীয় যুবক নিহত - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৩ জানয়ারী ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

সীমান্তে নেপালি পুলিশের গুলিতে ভারতীয় যুবক নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের সীমান্তের কাছে বিহারের সিতামারি সংলগ্ন নিয়ন্ত্রণ রেখায় কয়েকজন ভারতীয় নাগরিকের ওপর গুলি চালিয়েছে নেপালের সীমান্তরক্ষী বাহিনী। এতে ২২ বছর বয়সী এক ভারতীয় নিহত হয়েছেন। এছাড়া আরো ২ জন আহত হয়েছেন।

ভারতের এসএসবি’র ডিজি সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটেছে। আহতদের সিতামারির এক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানানো হয়।

এ ঘটনার পরে নেপালের সীমান্তরক্ষী বাহিনী ৪৫ বছর বয়সী লাগান যাদব নামে অন্য একজনকে আটক করেছে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই সীমান্তে কড়াকড়ি নজর রাখছে নেপাল। এছাড়া সম্প্রতি ভারতের সঙ্গে নেপালের নতুন মানচিত্র নিয়েও বিরোধের সৃষ্টি হয়েছে।

এসএসবি’র আইজি সঞ্জয় কুমার জানান, আমাদের পক্ষ থেকে নেপালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নেপাল সীমান্ত পুলিশ জানতে পারে যে নেপালের এক নারী ভারতীয় আরো কয়েকজনের সঙ্গে তাদের ভূখণ্ডে গল্প করছেন। ইন্দো-নেপাল সীমান্তে কোনো কাঁটাতার নেই। ফলে প্রায় এপার-ওপার যাতায়াত হয়। তবে সীমান্তে তাদের গল্পে আপত্তি জানায় নেপাল সীমান্ত পুলিশ। এরপরেই দুই পক্ষের মধ্যে বিতর্কের শুরু হয়।

নেপাল পুলিশ জানিয়েছে, তারা প্রথমে হাওয়ায় গুলি চালিয়ে বার্তা পাঠানোর চেষ্টা করে। এ সময় তারা পাথর নিক্ষেপ করে। একটি বন্দুকও ছিনিয়ে নেয়। এতে পরিস্থিতি আরো খারাপ হয়। সীমান্তরক্ষীদের বন্দুক ছিনিয়ে নেয়া হতে পারে এই আশঙ্কায় উপস্থিত জনতার উদ্দেশ্যে গুলি চালায় তারা। এতেই গুলি লেগে একজনের মৃত্যু হয়েছে।খবর২৪ঘন্টা /এবি

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST