খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে মার্কিন বাহিনীর বিমান হামলায় অন্তত ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে পার্স টুডে।
বার্তা সংস্থাটির প্রতিবেদন অনুসারে, সিরিয়ায় অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হওয়া লোকজনের ওপর মঙ্গলবার মার্কিন বিমান থেকে কয়েক দফা হামলা চালানো হয়। এসব মানুষ দেইর আয-যোর প্রদেশের দাহরাত আল-আলাউন এলাকার একটি অস্থায়ী শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল। হামলায় বহু মানুষ আহত হয়েছে।
মার্কিন নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইয়ের নামে বেসামরিক লোকজনের ওপর যেসব বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে তা বন্ধ করার জন্য জাতিসংঘের প্রতি দামেস্ক সরকার আহ্বান জানানোর কয়েক ঘণ্টার মধ্যে এই হামলা হলো।
এর আগে, ২৫ ফেব্রুয়ারি দেইর আয-যোর প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের আরেক হামলায় ২৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ