খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: সিরিয়ার পূর্বাঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন বলে সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ব্যাপারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সিরিয়ান আরব রিপাবলিকের পূর্বাঞ্চলের ওপর দিয়ে নিয়মিত উড্ডয়নকালে রাশিয়ার একটি হেলিকপ্টার কেএ-৫২ বিধ্বস্ত হয়েছে। উভয় পাইলট নিহত হয়েছেন। নিহতদের লাশ বিমান ঘাঁটিতে নেয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। ‘যান্ত্রিক ক্রুটির’ কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ