জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুর পাড়ের ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৫৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় উল্লাপাড়া পৌর শহরের শ্যামলী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।
সোমবার সকালে উল্লাপাড়া মডেল থানার ওসি দেওয়ান কউশিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, উল্লাপাড়া পৌর শহরের শ্যামলী পশ্চিমপাড়া ঈদগাহ মাঠের পাশে পুকুর পাড়ের ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৫৩টি ককটেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কে বা কারা ককটেলগুলো সেখানে রেখেছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ককটেলগুলো এখন থানা হেফাজতে রাখা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ