সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের তালুকদার বাজার এলাকায় যাত্রীবাহ বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রোববার দুপুরে বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় পৌঁছালে একটি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই বাসের ৩ যাত্রী নিহত হয়। আহত হয় আরো ২৫ যাত্রী। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
খবর২৪ঘন্টা/নই