সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক হোপ প্রকল্পের সহযোগিতায় প্রতিবন্ধি ঈসমাইল (১১)কে চলাফেরার জন্য স্ট্যান্ডিং ফ্রেম দেওয়া হয়েছে।
প্রতিবন্ধি ঈসমাইল বেলকুচি উপজেলার বওড়া গ্রামের আব্দুস সামাদ সেখের ছেলে। তার বয়স ১১ তারপরও সে ইচ্ছে মতো হাটতে পারে না, এমনকি চোখেও ভাল করে দেখতে পায় না। তাই ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক হোপ প্রকল্পের উদ্যোগে তাকে একটি স্ট্যান্ডিং ফ্রেস দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ৩ নং বাঙ্গাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাষানী, ভিলেজ এডুকেশন সিসোর্স সেন্টার ভার্ক হোপ প্রকল্পের টেকনিক্যাল অফিসার বিজয় কেরকেটা,ইউপি সদস্য শাহ আলম মন্ডল,ইউপি সদস্য আব্দুল জলিল,ইউপি সচিব আবু শাহিন মোল্লা, কমিনিটি বেস্ট বিহ্যাবিনেটেশন রিসোর্স পার্সন মোছাঃ আয়শা খাতুন,গ্রাম আদালত সহকারী মোছাঃ আকলিমা খাতুন, সেচ্ছাসেবক লীগের সাংগাঠনিক সম্পাদক বাবু সেখ,আওয়ামীলীগ নেতা দুলাল ভূইয়া সহ আরও অনেকে।
খবর২৪ঘণ্টা.কম/নজ