খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ন্যু ক্যাম্পে আগামীকাল রবিবার এল ক্লাসিকো। লা লিগা বার্সেলোনার দখলে চলে যাওয়ায়, গুরুত্ব কম। কিন্তু এল ক্লাসিকো ঘিরে আবেগ কমে না। কিন্তু খোদ রিয়ালল মাদ্রিদের ক্যাপ্টেন রামোস ‘এল ক্লাসিকো’ নিয়ে একটা শব্দও খরচ করলেন না। তার ভাবনায় যে শুধুই এখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, তা রামোস বুঝিয়ে দিলেন কথাতেই।
তিনি সাফ জানালেন, ফাইনালের প্রতিপক্ষ লিভারপুলকে সমীহ করলেও, কোনও ব্যক্তি বিশেষে বাড়তি নজর দেবে না রিয়াল। আসলে র্যামোসকে প্রশ্ন করা হয়েছিল, সালাহকে নিয়ে। নামটা শুনেই যেন একরাশ উপেক্ষা ফিরিয়ে দিলেন তিনি। রামোস বলেন, ‘সালাহ কী করতে পারে, এই মরশুমে আমরা সবাই দেখেছি।
তিনি আরও বলেন, তবে লিভারপুলের এগারোজন প্লেয়ারের মধ্যে ও একজন, আমরা শুধু এটাই মনে রাখছি। আমার গোটা ক্যারিয়ারে, বিশ্বের সেরা ফরোয়ার্ড প্লেয়ারের বিরুদ্ধে খেলেছি। তাদের মধ্যে কাউকে কাউকে তো গ্রেটেস্টও ধরা হয়। নিজের কথা বলতে পারি। কারও মুখোমুখি হতেই ভয় পাইনি। সমীহ, সম্মান অবশ্যই করেছি। তবে ভয়? ওই শব্দটাকে কখনও প্রশ্রয় দিইনি।’
খবর২৪ঘণ্টা.কম/নজ