1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
'সালাহ' ফুটবলে নতুন মেসি - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন

‘সালাহ’ ফুটবলে নতুন মেসি

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৩ মে, ২০১৮

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্কচলতি মৌসুমটা স্বপ্নের ঘোরে কাটছে মোহাম্মদ সালাহর। এখন পর্যন্ত ৪৭ ম্যাচে করেছেন ৪৩ গোল। আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৫ গোল। এরই মধ্যে শোকেসে ভরেছেন কয়েকটি ব্যক্তিগত পুরস্কার। মেসি-রোনাল্ডোকে পেছনে ফেলে ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতার দৌড়েও সবার ওপরে তিনি।

স্বাভাবিকভাবেই ফুটবলভক্তদের কাছে সালাহর জনপ্রিয়তা ক্রমশ ঊর্ধ্বমুখী। তার ভক্ত বনে যাচ্ছেন ফুটবল অনুরাগীরা। শুধু রসিকরা নন, মিসরীয় ফরোয়ার্ডের গুণমুগ্ধদের তালিকায় যোগ হচ্ছেন ফুটবল ব্যক্তিত্বরাও।

এবার সেই তালিকায় যোগদান করলেন বার্সেলোনার সাবেক আইকন প্যাট্রিক ক্লুইভার্ট। মাতলেন লিভারপুল গোলমেশিনের বন্দনায়। তার মতে, সালাহ হচ্ছেন ফুটবলে নতুন মেসি।

গেল রাতে সেমিফাইনালের ফিরতি পর্বের লড়াইয়ে রোমার কাছে ৪-২ গোলে হেরেছে লিভারপুল। তবে দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানের অগ্রগামিতায় ফাইনালে উঠেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। প্রথম পর্বে ঘরের মাঠ অ্যানফিল্ডে ৫-২ গোলে জিতেছিল তারা।

আগামী ২৬ মে ইউক্রেনের কিয়েভে ফাইনালি লড়াইয়ে রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে নামবে ইয়ুর্গেন ক্লপের দল। সেই মহারণে জিতলে দীর্ঘ ১১ বছর পর মর্যাদার চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তুলবে অলরেডসরা।

লিভারপুলকে এই স্বপ্ন দেখানোর কর্ণধার সালাহ। একরকম একাই কাঁধে বয়ে চলেছেন দলকে। সার্বিক পারফরম্যান্স আমলে নিয়ে এক টুইটবার্তায় ক্লুইভার্ট প্রশ্ন ছুড়ে দেন, ফুটবলপ্রেমীরা আপনারা কী একমত, সালাহ ফুটবলে নতুন মেসি?

অবশ্য তিনি এও বলেছেন, এ স্বীকৃতি পেতে মিসরীয় রাজা এখন যা করছে আরও কয়েক বছর সেই ধারা তাকে অব্যাহত রাখতে হবে। তবে এ মুহূর্তে ওর প্রদর্শনী বিস্ময় জাগানিয়া।

কাতালানদের হয়ে ১০০ গোলের মাইলফলক ছোঁয়া এই কিংবদন্তি মনে করেন, সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হওয়ার সব রকম উপাদান সালাহর মধ্যে আছে। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এই স্বীকৃতিও মেলবে। তার কপালে এই তিলকও সেঁটে যাবে।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST