বিনোদন,ডেস্ক: কেটে গিয়েছে প্রায় পাঁচ মাস। কৃষ্ণসার হরিণ বা বিষ্ণোই সম্প্রদায় কেউই আর খবরের আলোয় নেই। রয়েছেন সালমান খান। ছবি মুক্তি, নতুন নায়িকাকে লঞ্চ করা, গণেশ পুজো— সবেতেই রয়েছেন ‘বলিউড ভাইজান’।
কৃষ্ণসার হরিণ হত্যার অপরাধে দু’দিন জেলে থাকার পর চলতি বছরের ৭ এপ্রিল জামিন পান সলমন খান। অভিনেতার জামিনে বলিউড এবং তাঁর ভক্তরা খুশি হলেও হতাশ হয়েছিলেন বিষ্ণোই সম্প্রদায়ের প্রতিনিধিরা। কারণ তাঁরা মনে করেন, সালমান জামিন পাওয়ায় তাঁদের এত দিনের আইনি লড়াইয়ের কোনও মূল্যই থাকল না। সেই কারণেই, সলমনকে জেলে ফেরাতে উচ্চতর আদালতে আবেদন করার কথা জানান তাঁরা।
ঘটনার পরে কেটে গিয়েছে প্রায় পাঁচ মাস। কৃষ্ণসার হরিণ বা বিষ্ণোই সম্প্রদায় কেউই আর খবরের আলোয় নেই। রয়েছেন সালমান খান। ছবি মুক্তি, নতুন নায়িকাকে লঞ্চ করা, গণেশ পুজো— সবেতেই রয়েছেন ‘বলিউড ভাইজান’।
পাশাপাশি রয়েছে নিজস্ব স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিইং হিউম্যান’-এর নানা কাজ। তেমনই এক সমাজকল্যাণমূলক কাজের জন্য আজ, বুধবার, সলমন খান সকালেই পৌঁছে গিয়েছেন জয়পুর। সঙ্গে ছিলেন বান্ধবী লুলিয়া ভন্তুর।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, ‘স্পেশাল চিল্ড্রেন’-দের একটি সেন্টার উদ্বোধন করার জন্যই জয়পুরে যাওয়া সলমনের। প্রসঙ্গত, এই সংস্থার কর্ণধার হলেন অভিনেত্রী বিনা কক। তিনি রাজস্থানের পর্যটন মন্ত্রীও ছিলেন এক সময়। ‘সালাম-এ-ইশক’(২০০৭), ‘গড তুস্সি গ্রেট হো’(২০০৮) ছবিতেও তাঁকে দেখা গিয়েছিল সলমন খানের পাশাপাশি।
বিষ্ণোই সম্প্রদায়ের মধ্যে তাঁর এই জয়পুর ভ্রমণ কী প্রতিক্রিয়া ফেলবে তা জানা না গেলেও, পিঙ্ক সিটিতে তাঁকে পেয়ে অভিনেতার ভক্তকূল খুবই খুশি। এবং তাদের সামলাতে রীতিমতে বেগ পেতে হয় প্রশাসনকে। তেমনই একটি ভিডিও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন সেই ভিডিও—
https://www.instagram.com/p/Bn1cODiAqeP/?taken-by=salmanuniv
খবর২৪ঘণ্টা.কম/জেএন