নিজস্ব প্রতিবেদক : এক বেলা নয়, সারাদিন রিক্সা চালানোর দাবিতে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ করছে চালক মালিকরা। বিক্ষোভের কারণে সড়ক বন্ধ হওয়ায় বেড়েছে ভোগান্তি। আজ সোমবার বেলা ১১টা থেকে রাজশাহী সিটি করপোরেশন নগর ভবনের সামনে রিক্সা চালক ও মালিকরা এই কর্মসূচি পালন করছে।
চালকদের দাবি জানান, তারা এক বেলা নয়, দুই বেলাই রিক্সা চালাবেন। তা না হলে জমার ও নিজের খরচ উঠেছে পারছেন না তারা। এতে করে জীবন জিবিকা নিয়ে অনেকটাই সমস্যায় পড়তে হতে পারে এমন সঙ্কায় তারা এই কর্মসূচি পালন করছেন। তাদের দাবি মানা না হলে তারাও অটোরিক্সা বন্ধ করে দেবেন এমন হুমকিও দিচ্ছেন। পরে দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রিকশাচালকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এস/আর