খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনাভাইরাস আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত ৬২৪জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর) এ তথ্য নিশ্চিত করেছে।
সংগঠনের সাধারণ সম্পাদক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, এ পর্যন্ত আক্রান্ত হওয়া চিকিৎসকদের মধ্যে ঢাকায় ৪৪৫ জন, বরিশালে ৯ জন, চট্টগ্রামে ১৮ জন, সিলেটে ৩৪ জন, খুলনায় ৪৪ জন, রংপুরে ১০ জন, ময়মনসিংহে ৬১ জন এবং রাজশাহীতে ৩জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এরমধ্যে দু’জন চিকিৎসক ইতিমধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
খবর২৪ঘন্টা/নই