1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সাবেক মন্ত্রীকে কটূক্তির অভিযোগে এবার রাবি শিক্ষক গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন

সাবেক মন্ত্রীকে কটূক্তির অভিযোগে এবার রাবি শিক্ষক গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১৮ জুন, ২০২০

রাবি প্রতিনিধিঃ
সদ্য-প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘কটূক্তি করে স্ট্যাটাস’ দেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক কাজী জাহিদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাত (বুধবার) আনুমানিক ২টার দিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টারের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত কাজী জাহিদুর রহমান রাবির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী নগরীর সাগরপাড়ার বাসিন্দা অ্যাডভোকেট তাপস কুমার সাহা বাদি হয়ে মতিহার থানায় অভিযোগটি দায়ের করেন।

মতিহার থানার ডিউটি অফিসার (এএসআই) আসাদুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মো.নাসিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় অভিযোগ আনা হয়েছে।

জানা যায়, কাজী জাহিদুর রহমান নড়াইল জেলা আওয়ামী লীগের তথ্য ও গবষেণা বিষয়ক সম্পাদক ছিলেন। মোহাম্মদ নাসিম অসুস্থ হওয়ার পর কাজী জাহিদুর তার ফেসবুক আইডিতে নাসিমকে ইঙ্গিত করে স্বাস্থ্যখাতের নানা অনিয়মের কথা উল্লেখ করে কয়েকটি স্ট্যাটাস দেন। মোহাম্মদ নাসিম মারা যাওয়ার পর বেগম রােকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে একই ধরণের অভিযোগে গ্রেফতারের পর কাজী জাহিদুর রহমানের স্ট্যাটাসগুলো সামনে আসে। এতে ছাত্রলীগ নেতার্কমী ও আওয়ামীপন্থী শিক্ষকরা তার শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, তার ফেসবুক স্ট্যাটাসের জেরে গত ১৬জুন নড়াইল জেলা আওয়ামী লীগের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

এএইচআর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST