নিজস্ব প্রতিবেদক :
সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা এ্যাড. কবির হোসেন সহ বিএনপির কয়েকজনকে নেতাকে পার্টি অফিসে আসতে বাধা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর হেতেমখান পিডিবি অফিসের সামনে তাদের বাধা দেওয়া হয়।
সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে বিএনপির পার্টি অফিসে যাচ্ছিলেন সাবেক প্রতিমন্ত্রী কবির হোসেন, সাবেক এমপি জাহান পান্না, নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক-১ মামুনুর রশীদ মামুন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, স্বেচ্ছাসেবক দল নেতা রিজভি এলাহীসহ অনেকে দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন।
পথে পিডিবি অফিসের সামনে পৌঁছালে পুলিশ তাকে সামনে যেতে বাধা দেয়। এতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। তাদের সেখানে আসতে বাধা দেওয়া হয়। পরে বাধ্য হয়েই তারা ফিরে যায়।
খবর২৪ঘণ্টা/এমকে