1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সাদা-কালো জমানার নার্গিস এবার রঙিন দুনিয়ায়! - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

সাদা-কালো জমানার নার্গিস এবার রঙিন দুনিয়ায়!

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৭ জুন, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্কসেই চোখ, সেই হাসি, সেই হোয়ারস্টাইল৷ দেখলে আপনিও হয়তো ভাববেন নার্গিসকেই দেখছেন৷ কিন্তু না! ইনি মনিশা কইরালা৷ মেক আপ তাঁকে বানিয়ে দিয়েছে নার্গিস দত্ত৷

রাজকুমার হিরানির ‘সঞ্জু’র নতুন পোস্টার মুক্তি পেতেই ভাইরাল নেটদুনিয়ায়৷ অভিনেত্রী মনিশা কইরালা যে নার্গিসের চরিত্রে অভিনয় করছেন তা সকলেই জানেন৷ তবে তাঁর ‘নার্গিস’ লুক দেখার জন্য অধীর আগ্রহ বসেছিলেন সিনেমোহল৷ সেই লুক প্রকাশ্যে আসতেই একেবারে ক্লিন বোল্ড হয়ে গিয়েছেন দর্শকরা৷

‘সঞ্জু’ ছবিতে নার্গিসের চরিত্রটা কতটা গুরত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না৷ নার্গিসের মৃত্যুর পরই শুরু হয়েছিল সঞ্জয় দত্তের অধঃপতন৷ যা সামলাতে পারেননি কেউই৷ সঞ্জয়ের ড্রাগ অ্যাডিকশনের কারণই ছিল নার্গিসের মৃত্যু৷ মায়ের সঙ্গে অভিনেতা এতটাই ক্লোজ ছিলেন যে তাঁর মৃত্যুকে মেনে নিতে পারেননি সঞ্জয়৷

অভিনেতার সেই দুর্বিসহ মুহূর্তগলি সেলুলয়েডে ফুটিয়ে তুলবেন রণবীর কাপুর৷ রিলের নার্গিস মনিশা কইরালা সঙ্গে রণবীর কাপুর এই প্রথম অভিনয় করতে চলেছেন৷ তাঁদের মা-ছেলের রশায়নে বুঁদ হতে প্রস্তুত সিনেপ্রেমীরা৷ ছবির ট্রেলার যেভাবে মুগ্ধ করেছে দর্শকদের তাতে আশা করাই যাচ্ছে ছবিটিও মন কাড়বে সকলের৷

পরিচালক হিরানি একে একে প্রতিটি চরিত্র পোস্টার রূপে রিভিল করছেন৷ যেখানে দেখা গিয়েছে, পরেশ রাওয়াল থাকছেন সুনীল দত্তের চরিত্রে, সোনম কাপুর থাকছেন টিনা আম্বানির চরিত্রে৷

অন্যদিকে সঞ্জয় দত্তের জীবনের গুরুত্বপূর্ণ মানুষ মান্যেতা দত্তের ভূমিকায় অভিনয় করছেন দিয়া মিরজা৷ কুমার গৌরব, সঞ্জয়ের খুব কাছের বন্ধু৷ তাঁর চরিত্রে রয়েছেন, ভিকি কৌশল৷ যিনি সঞ্জয়ের ওঠাপড়ায় সর্বক্ষণ পাশে থেকেছেন৷ এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনুষ্কা শর্মা, জিম সর্বসহ অনেককে৷

২৯ জুন মুক্তি পাবে সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’৷ বলিউডে সঞ্জয় দত্তের কেরিয়ার থেকে শুরু করে জেলখাটা সবই দেখানো হবে ছবিতে৷ কিন্তু থাকবেনা মাধুরী দিক্ষিতের অধ্যায়৷ সূত্রের খবর, ছবির ফাইনাল কাট থেকে বাদ দেওয়া হয়েছে মাধুরীর দৃশ্য৷

নায়িকা নিজে পরিচালককে ফোন করে অনুরোধ করেছেন তাঁর কোনও দৃশ্য যেন ছবিতে না থাকে৷ সিনেপ্রেমীরা জানেন, যে সঞ্জয় এবং মাধুরী ৮০র দশকে হট অফস্ক্রিন কাপেল হিসেবে পরিচিত ছিলেন৷ আন্ডালওয়ার্ল্ডের সঙ্গে সঞ্জয়ের যোগসাযোগ থাকার জন্য মাধুরী তাঁর সঙ্গে সম্পর্ক শেষ করে দেন৷ তারপর থেকেই তাঁদের মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়৷

এই কাটছাটের পর ফ্যানেদের মনে প্রশ্ন উঠছে হয়তো এমন অনেক কিছুই ফাইনাল কাট থেকে বাদ দেওয়া হয়েছে যা সঞ্জয় দত্তের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ছিল৷ যা হয়তো সঞ্জয় দত্তও চান না সবার সামনে আসুক৷

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST