খবর২৪ঘণ্টা ডেস্ক: নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের সল্যাঘটিয়া গ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. রুবেল (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় কালিতারা বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
আটককৃত রুবেল একই বাড়ির মৃত আবু তাহেরের ছেলে।
নির্যাতিতার পরিবার সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি বাড়ির ওঠানে অন্য এক শিশুর সাথে খেলছিল। এ সময় রুবেল তাকে ঘরে ডেকে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকার করতে চাইলে তার মুখ চেপে ধরে এবং হত্যার হুমকি দেয়। পরে নির্যাতিতার সাথে খেলতে যাওয়া অপর এক শিশু পরিবারের লোকজনকে ঘটনাটি জানালে শিশুকে রক্তাক্ত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান।
জানতে চাইলে সুধারার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবির উদ্দিন জানান, খবর পেয়ে তারা হাসপাতালে শিশুটিকে দেখতে যান এবং দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত রুবেলকে আটক করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
খবর২৪ঘণ্টা, জেএন