1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সাকিব-মোস্তাফিজ টেস্ট খেলতে চায় না : বিসিবি সভাপতি - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৭ মে ২০২৫, ১১:০০ অপরাহ্ন

সাকিব-মোস্তাফিজ টেস্ট খেলতে চায় না : বিসিবি সভাপতি

  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুলা, ২০১৮
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। পুরনো ছবি

বালাদেশের ক্রিকেট দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার টেস্ট খেলতে চান না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে বাংলাদেশ দলের বিপর্যয় নিয়ে শুক্রবার সংবাদমাধ্যমের সামনে এ কথা বলেন বিসিবি সভাপতি।

এ সময় তিনি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের নাম উল্লেখ করেন।

পাপন বলেন, ‘আমাদের দেশেও বেশ কিছু সিনিয়র ক্রিকেটার আছে, তারাও টেস্ট খেলতে চাচ্ছে না। চাচ্ছে না বলতে, যেমন সাকিব টেস্ট খেলতে চায় না। মোস্তাফিজও টেস্ট খেলতে চায় না। বলে না যে খেলব না, কিন্তু চায় এড়িয়ে যেতে। অনেকে টেস্ট খেলতে চায় না, টেস্ট অনেক কঠিন।’

ওয়েস্ট ইন্ডিজ সফর চলাকালীন রুবেল হোসেনের টেস্ট খেলা নিয়ে অনাগ্রহের কথা সংবাদমাধ্যমে এসেছিল। এ নিয়ে বিসিবি বলেন, ‘রুবেল অনেক অভিজ্ঞ। অনেক দিন সার্ভিস দিয়ে আসছে। হতে পারে ওর জন্য টেস্ট কঠিন হয়ে যাচ্ছে। তরুণদের থেকে নতুন প্লেয়ার নিয়ে আসতে হবে। এ ছাড়া উপায় নেই।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটোতেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। অ্যান্টিগায় প্রথম টেস্টে ইনিংস ও ২১৯ রানে হারে টাইগাররা। জ্যামাইকায় পরের টেস্টে হারে ১৬৬ রানে।

এর মধ্যে আবার অ্যান্টিগায় প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে গুটিয়ে গিয়ে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছে বাংলাদেশ।
কেন এই ভয়াবহ বিপর্যয়? এই বাজে পারফরম্যান্সের কারণ খুঁজতে কাটা ছেঁড়া চলছে প্রতিনিয়ত। ঠিক সেই সময় বিসিবির সভাপতি এমন বোমা ফাটালেন।

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST