খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: যা হয় না সেলুলয়েডের পর্দায়, তা হয় ওয়েবের পর্দায়! একটু বেশি মাখোমাখো, খুল্লামখুল্লা পোশাক, সাহসী সংলাপ আর অ্যাডাল্ট কনসেপ্ট-এই চারের মিশেলে ওয়েব সিরিজ এখন টক অফ দ্য গ্ল্যামওয়ার্ল্ড। যেখানে পসার সাজিয়ে বসেছে বৌদি-ঠকুরপোদের নিষিদ্ধ ভালোবাসার গল্প থেকে লেসবিয়ান প্রেম কথা। তবে এবার এসব টপকে, এক ধাপ এগিয়ে নয়া কাহিনি নিয়ে হাজির পরিচালক সৌরভ চক্রবর্তী। সিরিজের নাম ‘জাপানি টয়‘।
শহর কলকাতা জানে না এমন কিছু নেই! তবে সব কিছুতেই একটা ঢাকঢাক স্বভাব। এই ধারা বদলে ব্যস্ত রাস্তার মোড়ে সেক্স টয়ের দোকান খোলে সিরিজের মেল প্রেটাগনিস্ট জয়। তারপরই শুরু হয় নানা মুনির নানান কথা। প্রথমেই বাধা হয়ে দাঁড়ায় তাঁর পরিবার। জয়ের এই পেশা মোটেও ভালো চোখে দেখেন না তাঁর পরিবারের সদস্যরা। এমনকি জয়ের এই সিদ্ধান্তে খুশি হতে পারে না তাঁর প্রেমিকাও। আর এতো কিছু সমস্যার মধ্যে জয় কি তাঁর দোকান চালাবে? নাকি বন্ধ করে দেবে? তাই নিয়েই এগোবে সিরিজের কাহিনি।
জয়ের চরিত্রে থাকছেন রাজদীপ গুপ্ত। আর নায়িকার চরিত্রে দেখা যাবে ইশা সাহাকে। এছাড়া এবার ওয়েব দুনিয়ায় এন্ট্রি নিচ্ছেন রুদ্রনীল। সিরিজের নাম ‘বছর কুড়ি পর‘। এখানে থাকছে নানান অলৌকিক সব ঘটনা। সঙ্গে বছর চল্লিশের এক ব্যক্তির সঙ্গে ষোড়শী এক যুবতীর প্রেম।
খবর২৪ঘণ্টা.কম/রখ