1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সাইন্টিফিক সেমিনারে রামেকে বনমেরু ট্রান্সপ্লান্ট ইউনিট স্থাপনের দাবি - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৩ জানয়ারী ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

সাইন্টিফিক সেমিনারে রামেকে বনমেরু ট্রান্সপ্লান্ট ইউনিট স্থাপনের দাবি

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজে বনমেরু ট্রান্সপ্লান্ট ইউনিট স্থাপনের দাবি তুলেছেন সেখানকার চিকিৎসকগণ। গতকাল বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) এক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। হেমাটোলজি বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ ও হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে বক্তাগণ রক্তরোগ বিষয়ে তাদের বক্তব্য তুলেধরেন এসময় এ রোগসংক্রান্ত বিষয়ে তারা ভিজুয়্যাল তথ্যও উপস্থাপন করেন। একই সাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটি বনমেরু ট্রান্সপ্লান্ট স্থাপনের জোর দাবি জানান। তারা দাবি করেন, দেশের সরকারী-বেসরকারী পর্যায়ে মাত্র ৩টি প্লান্ট রয়েছে যা রোগির

সংখ্যায় খুবই অপ্রতুল। দেশে এ প্লান্ট কম হওয়ায় বিপুল সংখ্যক রোগি পাশ্ববর্তী দেশসহ বিদেশে চলে যান, এতে করে বাংলাদেশ সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারান এ কইসাথে দেশের মানুষের চিকিৎসা ব্যায়ও বেড়ে যায় কয়েকগুন। এই প্লান্ট প্রতিষ্ঠা করা গেলে এখানে ব্লাড ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব এবং থ্যালেসেমিয়া আক্রান্ত রোগির শরীরে রক্ত দেয়া লাগবেনা বলেও তারা জানান। রামেকের আমীর উদ্দীন গ্যালারীতে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন রামেকের মেডিসিন বিভাগের প্রধান প্রফেসরডা. মো: খলিলুর রহমান, প্রধান অতিথি ছিলেন, রামেকের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো: নওসাদ আলী, বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার

জেনারেল মো: জামিলুর রহমান, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট প্রফেসরডা. মো: মাহবুবুর রহমান, বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের অধ্যাপকডা. এবিএম ইউনুস, স্বাগত বক্তব্য উপস্থাপন করেন রামেকের হেমাটোলজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. মুর্শেদ জামান মিঞা। সেমিনারে রাজশাহী মেডিকেল কলেজের শতাধিক চিকিৎসকসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকগণ অংশগ্রহণ।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST