খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: সাইক্লোন গীতার জেরে লন্ডভন্ড নিউজিল্যান্ড। ঝড়ের জন্য রাজধানী ওয়েলিংটনের এয়ারপোর্ট থেকে ছাড়া সমস্ত বিমানকে বাতিল করে দেওয়া হয়েছে। ক্রাইস্টচার্চে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে।
ঝড় আছড়ে পড়বার আগে থেকেই ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে নিউজিল্যান্ডে।
বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ক্রাইস্টচার্চে। এমনটাই জানা গিয়েছে, নিউজিল্যান্ডের আবহাওয়া দফতর সূত্রে। জানা গিয়েছে ঝড় পুরোপুরি ভাবে নিউজিল্যান্ডের উপর আছড়ে পড়বে মঙ্গলবার রাত থেকে সকালের মধ্যে। নিচু জমিতে যারা রয়েছেন, তাঁদের উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।
আজ নিউজিল্যান্ডের দুপুর ২.৪৫ থেকেই সমস্ত বিমান নামিয়ে নেওয়া হবে। কারণ, এরপর থেকেই হাওয়ার গতিবেগ ১৫০ কিলোমিটার ছাড়াবে। এই অবস্থায় কোনও কিছুই চালানো সম্ভব নয়।
সাইক্লোন গীতা গত সপ্তাহে ২৭৫ কিলোমিটার গতিবেগ নিয়ে ফিজির প্যাসিফিক আইল্যান্ড এবং টোঙায় প্রবেশ করেছে। তারপর থেকেই নিউজিল্যান্ডের আবহাওয়ার পরিস্থিতি খারাপ হতে শুরু করে।
ইতিমধ্যেই সেখানকার ৪০টি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। সাধারণ মানুষকে ঘরের বাইরে বেরোতে বারন করা হয়েছে। ট্যুরিস্টদের ক্ষেত্রেও একই ঘোষণা জারি করে দেওয়া হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ