নিজস্ব প্রতিবেদক :
সারা দেশে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে রাজশাহী মহানগরীতে মানবন্ধন করা হয়েছে। বুধবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে নগরীর সোনাদিঘীর মোড়ে এ মানববন্ধনের অয়োজন করা হয়। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সরদার আবদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,
বিএফইউজের নির্বাহী সদস্য সাদিকুল ইসলাম স্¦পন, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের নেতা পিয়ার আলী। আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, কোষাধ্যক্ষ মঈন উদ্দিনসহ অন্যান্য সদস্যরা। মানববন্ধন থেকে দ্রæত সাংবাদিক নির্যাতনকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানানো হয়। সেই সাথে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে