1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সাঁথিয়া উপজেলাকে নির্বাচনী এলাকা হিসেবে বহাল রাখার দাবিতে মানববন্ধন - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

সাঁথিয়া উপজেলাকে নির্বাচনী এলাকা হিসেবে বহাল রাখার দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মার্চ, ২০১৮
khobor24ghonta.com

পাবনা ব্যুরো: জাতীয় নির্বাচনে সীমানা পূণবিণ্যাসের চূড়ান্ত তালিকায় পাবনার সাঁথিয়া উপজেলাকে একক নির্বাচনী এলাকা হিসেবে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা সদরে সাঁথিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠত হয়। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে সাঁথিয়ার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠন একাত্মতা প্রকাশ করে অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সাঁথিয়া ফাউন্ডেশনের সভাপতি আলহাজ¦ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক ডা: মনসুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সহ-সভাপতি হাসান আলী খান, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব মোর্শেদ জ্যোতি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ, ঢাকাস্থ সাঁথিয়া কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক ওবায়দুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান, পাবনা জেলা পরিষদ সদস্য শামসুন্নাহার মুক্তা, মোশারফ হোসেন স্কাই, আব্দুল্লাহ আল মামুন আলমাস প্রমূখ
এ সময় বক্তারা বলেন, সম্প্রতি সাঁথিয়া উপজেলাকে ৬৮ ও পাবনা-১ আসন হিসেবে সীমানা নির্ধারণ করে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সাঁথিয়াবাসী কমিশনের এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, চূড়ান্ত তালিকায় তা বহাল রেখে গেজেট প্রকাশের দাবি জানান।
প্রসঙ্গত, সাথিয়া উপজেলার ১১টি ইউনিয়ন ও বেড়া উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে পাবনা-১ সংসদীয় আসন। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে, নির্বাচন কমিশনের সীমানা পূনবির্ণ্যাসের তালিকায় বেড়া উপজেলার ইউনিয়ন বাদ দিয়ে কেবল সাঁথিয়া উপজেলাকে পৃথক আসন হিসেবে ঘোষণা করে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team