নিজস্ব প্রতিবেদক : বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্য অক্ষুন্ন রাখার স্বার্থে দেশের সকল দোকাপাট ও ব্যবসা প্রতিষ্ঠানসহ সরকারি বেসরকারি সব সংস্থার সাইন বোর্ড ব্যানার বাংলা অক্ষরে লেখা ও সর্বস্তরে বাংলা ভাষা চালু করার দাবেিত প্রগতিশীল নাগরিক সংহতির উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১১ টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আখুঞ্জির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কলামিষ্ট শাহ জিয়াউদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ,
৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্রনেতা, রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না , সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছড়াকার আলী আর্সলান অপু, সহ-সভাপতি প্রবীণ আইনজীবি এডভোকেট আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, রাজশাহী সাংস্কৃত কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা বুলবুল রাণী ঘোষ, অঙ্কুর সম্পাদক নাদিম সিনা, বাচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আলকাপ শিল্পী মোস্তফা সরকার , বাংলাদেশ যুব ইউনিয়ন রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল হাসান সানী, প্রগতিশীল নাগরিক সংহতির যুগ্ম সম্পাদক ভাস্কর্য শিল্পী
আজমুল সাচ্চু, সদস্য কেএম রেজাউল করিম খোকন, শরীফউদ্দিন, এনজিও ব্যাক্তিত্ব কেএম ওবায়দুর রহমান জুয়েল, কবি আবু তালেব মোল্লা, অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংকের ডিজিএম মাহাবুবুর রহমান, নারী নেত্রী মিতু, কবি তানবীর তুর্য প্রমুখ।
এস/আর