খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন আসন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, যখন কারো পতন সামনে আসে, তখন তারা বিরোধী মতের ওপর দমন-নিপীড়ন-নির্যাতন করে। বর্তমান আওয়ামী লীগ সরকারেরও পতন আসন্ন। তাই বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে নেতাকর্মীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে মওদুদ আহমদ এসব কথা বলেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, ‘আওয়ামী লীগ বুঝতে পেরেছে, তাদের পতন ঘনিয়ে আসছে। আর সে জন্য তারা বেপরোয়া হয়ে গেছে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ দিয়ে হামলা করছে। কারণ তারা জানে, সুষ্ঠু নির্বাচন হলে দেশের মানুষ তাদের আর ভোট তেবে না।’
সরকার কেন বিএনপি ও ২০ দলীয় জোটকে ভয় পায়, সেই প্রশ্ন রাখেন জোটের এই নেতা। নিজেই প্রশ্নটির উত্তর দিয়ে তিনি বলেন, ‘কারণ বিএনপির সঙ্গে জনগণ আছে।
তাই আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে সব অঙ্গসংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদককে ধরে নিয়ে যাচ্ছে। গতকালও আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে এক ছাত্রনেতাকে ধরে নিয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, এভাবে বিএনপিকে দুর্বল করা যাবে না।’
মওদুদ আহমদ বলেন, ‘খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে নির্বাচন থেকে দূরে রাখতে। এখন আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিচ্ছে, যাতে বিএনপি নির্বাচনে না আসে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি নির্বাচনে যাবে। আর বিএনপিসহ সব গণতান্ত্রিক শক্তি যখন রাজপথে মেনে আসবে, তখন দেশের রাজনৈতিক পরিবেশ পাল্টে যাবে।
আগামী সপ্তাহে খালেদা জিয়া সর্বোচ্চ আদালত থেকে জামিন পাবেন বলেও এ সময় আশা প্রকাশ করেন ব্যারিস্টার মওদুদ। তিনি বলেন, ‘আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ও নিরপেক্ষ সরকারের দাবি আদায় করা হবে। এরপর যে সরকার গঠন হবে, সেটি হবে জনগণের সরকার।’
খবর২৪ঘণ্টা.কম/নজ