নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলাগুলোতে সরকারের বেঁধে দেয়া ৩০ টাকা কেজি দামে আলু কিনতে পারছেন না ক্রেতারা। বৃহস্পতিবার থেকেই সরকারী নির্দেশনা উপেক্ষিত হয়েছে। নগরের কোন বাজারেই মানা হয়নি সরকারী দাম। আজ শুক্রবারও আলুর দাম কমানো হয়নি। ব্যবসায়ীরা যার কাছে যেমন দাম পেরেছেন তেমন করে নিয়েছেন। কোন শৃঙ্খলাই ছিলনা। এদিন, ৪০ থেকে ৪৫ টাকা কেজির মধ্যে ছিল আলুর দাম। তবে কারো কারো কাছ থেকে ৫০ টাকা কেজি নেয়া হয়। আর এতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তারা বলছেন, সরকারি দামে আলু না বিক্রি করেও এখনও বহাল তবিয়তে রয়েছে ব্যবসায়ীরা। শুধু রাজশাহী মহানগরীর বাজারগুলোতেই নয় নগরের বাইরে উপজেলার বাজারগুলোতেও আলু অন্যান্য দিনের মতো ৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। অনেক ক্রেতাই অভিযোগ করেছেন, সরকার কর্তৃক বেঁধে দেয়া ৩০ টাকা কেজির
কথা স্মরণ করিয়ে দিলে তারা বলেন, তাহলে আলু সরকারের কাছ থেকে কিনেন। ১ টাকা কমেও আলু বিক্রি করা যাবে না। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হয়েছে। দাম না কমালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্ত ডিসি অফিসের এমন নির্দেশনা ব্যবসায়ীরা মানেনি।
খোঁজ নিয়ে জানা গেছে, গত প্রায় এক মাস ধরে আলুর দাম লাগামহীনভাবে বাড়ছে। ব আগে ৩৫ থেকে ৩৭ টাকা কেজিতে বিক্রি হলেও হঠাৎ করে ৫০ টাকা কেজিতে বিক্রি শুরু হয়। আলুর দাম অস্বাভাবিক হওয়ায় বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ। বিষয়টি সরকারেরও নজরে আসে।
অস্থির বাজার নিয়ন্ত্রণে আলুর দাম নির্ধারণ করে দেয় সরকার। তবে এখনও খুচরা বাজারে মানা হচ্ছে না সরকারের (কৃষি বিপণন অধিদফতর) কর্তৃক নির্ধারিত আলুর দাম। সরকার আলুর দাম হিমাগারে ২৩, পাইকারিতে ২৫ এবং খুচরা কেজিতে ৩০ টাকা কেজি নির্ধারণ করেছে। গতকাল বৃহস্পতিবার নগরীর বাজারগুলোতে লাল আলু ৫০ টাকা এবং সাদা আলু ৪৫ টাকা দরে কেজিতে বিক্রি হতে দেখা যায়। নগরীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। শুধু নগর নয় এর বাইরের উপজেলার বাজারগুলোতেও বেশি দামে আলু বিক্রি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
পাইকাররা বলছেন, আলুর দাম নিয়ন্ত্রণে বাজারে নয়, হিমাগারে অভিযান চালানো উচিৎ। এদিকে আলুসহ নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বাড়ায় ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা।
বৃহস্পতিবার রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল হক বলেন, সরকারী নির্দেশনা পাওয়ার পর বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে। ব্যবসায়ীদের সাথে কথা বলে সরকার কর্তৃক বেঁধে দেয়া দামে আলু বিক্রির জন্য বলা হয়েছে। প্রথম দিন বলা হয়েছে। পরে আর বলা হবে না কেউ যদি বেশি দাম নেয়ার চেষ্টা করে তাহলে আইনগত ব্যবস্তা নেয়া হবে।
এস/আর