খবর২৪ঘণ্টা ডেস্ক: দেশের আরও ২৫টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে।
বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে গত সোমবার ৪৩টি বিদ্যালয়কে সরকারি করা হয়। এ নিয়ে দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় হলো ৫৯৯টি।
যেসব উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ নেই, সেসব উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় এবং একটি করে কলেজকে সরকারি করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এই বিদ্যালয়কে সরকারি করা হলো। সরকারি হওয়া বিদ্যালয়গুলোর শিক্ষকেরা অন্যত্র বদলি হতে পারবেন না।
খবর২৪ঘণ্টা.কম/জেএন