1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সরকারি স্কুল-কলেজ শিক্ষকদের রাসিক মেয়রের ধন্যবাদ জ্ঞাপন - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১০ মে ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

সরকারি স্কুল-কলেজ শিক্ষকদের রাসিক মেয়রের ধন্যবাদ জ্ঞাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : 
সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নিরসলভাবে পরিশ্রম করে বিজয়ী করায় রাজশাহীর সরকারি স্কুল ও কলেজ শিক্ষকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাসিকের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গতকাল মঙ্গলবার দুপুরে মহানগরীর উপশহরস্থ নিজ বাসভবনের পাশে প্যান্ডেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র। এ সময় বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ মেয়র লিটনকেও ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।অনুষ্ঠানে মেয়র লিটন বলেন, রাজশাহীকে সুন্দরভাবে সাজাতে চাই। আপনাদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে রাজশাহীর উন্নয়ন কাজ করতে চাই। মেয়র আরো বলেন, আপনারাসহ রাজশাহীবাসী আমাকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছেন। এই ঋণ আমি সারাজীবনেওপরিশোধ করতে পারবো না। আপনাদের কাছে দোয়া চাই, যাতে আমি আমার দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করতে পারি।

অনুষ্ঠানে মেয়র পত্নী ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী বলেন, রাজশাহীবাসী যে আশা-আকাঙ্খা নিয়ে খায়রুজ্জামান লিটনকে মেয়র নির্বাচিত করেছে, সবাই দোয়া করবেন, সেই প্রত্যাশাগুলো যেন তিনি পূরণ করতে পারেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী কলেজ অধ্যক্ষ হবিবুর রহমান, রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান তানভীরুল আলম, মাউশি রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ড. আব্দুল মান্নান, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ সানাউল্লাহ, বরেন্দ্র কলেজ অধ্যক্ষ মুয়াজ্জিম হোসেন প্রমুখ। মতবিনিময় সভা শেষে আমন্ত্রিত শিক্ষকবৃন্দরা মধ্যহ্নভোজে অংশ নেন।

খবর ২৪ ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team