নিজস্ব প্রতিবেদক :
সকল বাধা-বিপত্তি অতিক্রম করে ২০ দলীয় জোটের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে বিজয়ী করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র ও এমপি মিজানুর রহামান মিনু।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নগর বিএনপির মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী এবং সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করার লক্ষে ৩০ জুলাই রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে বিজয়ী করতে করণীয় বিষয় নিয়ে বোয়ালিয়া থানা বিএনপি’র আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, প্রধান অতিথির বক্তব্যে বলেন, রাজশাহী বিএনপি সমর্থিত অধ্যুষিত এলাকা। এখানে বিএনপি নির্বাচন করলে কোনদিন আওয়ামী লীগ বিজয়ী হতে পারেনি। আগামী সিটি নির্বাচনেও পারবেনা। আসছে সিটি নির্বাচনে যত রকম বাধা আসুক জোটের প্রার্থী বুলবুলকে বিজয়ী করতে হবে। জোটের প্রার্থীকে বিজয়ী করতে প্রতিটি ভোটারের নিকট যেতে হবে এবং বিএনপি’র উন্নয়ন সম্পর্কে তাদের বলতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি সম্পর্কে নানা ভূল তথ্য দিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। তাৎক্ষণিক এই ভূল সংশোধন করার জন্য ঐ ভোটারকে বুঝাতে হবে বলে তিনি পরামর্শ দেন। তিনি আরো বলেন, মনের ভিতর কোন দ্বিদাদন্দ রাখা যাবেনা। সকল প্রকার দিধা ভুলে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে হবে। কোথাও কোন বাধা আসলে সঙ্গে সঙ্গে সিনিয়র নেতাদের জানাতে হবে। নির্বাচনের দিন কোনভাবেই আওয়ামী বাহিনীকে ভোট কেন্দ্র দখল বা জাল ভোট দিতে দেওয়া হবেনা। প্রয়োজনে জীবন যাবে কিন্তু জোর করে সরকার দলীয় প্রার্থীকে বিজয়ী হতে দেওয়া হবে না বলে তিনি বক্তৃতায় উল্লেখ করেন। বিরের পেশে বুলবুলকে বিজয়ী করতে হবে। খালেদার মুক্তি ও দেশের জনগণকে এই অনির্বাচিত, খুনি ও দুর্নীতিবাজ সরকারের বিশ্বের মধ্যে সব থেকে দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী হাসিনার হাত হতে রক্ষা করতে ধানের শীষের কোন বিকল্প নাই উল্লেখ করে মিনু বলেন, সিটি নির্বাচনে বিজয়ের মাধ্যমে খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করার ঘন্টা বাজানো হবে। তিনি দলীয় নেতাকর্মীদের সহনশীল ভাবে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য পরামর্শ প্রদান করেন।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সহানগর বিএনপি’র সভাপতি মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, বোয়ালিয়া থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শাফিকুল ইসলাম শাফিক ও মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রওশন-আরা পপি ।
অন্যদের মধ্যে ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আখতার, ১০নং ওয়ার্ড সভাপতি সেলু শেখ, ২৪নং ওয়ার্ড সভাপতি আবু তালহা মিলন, ২৭ নং ওয়ার্ড সভাপতি আখতারুজ্জামান, ১১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সেকেন্দার, ১২নং ওয়ার্ড সাধারণ স্মপাদক এস.এম রায়হান, ২২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শ্যামল রায়, ২০নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বাদশা, ২১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কালু ও ২৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু সহ অত্র থানার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু,
মেয়র প্রার্থী বুলবুল বলেন, আগামী সিটি কর্পোরেশন নির্বাচন বিএনপি চেয়ারপার্সন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি ও এই ফ্যাসিষ্ট সরকারের পতনের আন্দোলনকে ত্বরান্বিত করবে। এই নির্বাচনে কোনভাবেই সরকার দলীয় প্রার্থীকে জোর করে বিজয়ী হতে দেওয়া হবেনা। যেখানেই বাদা আসবে সেখানেই প্রতিরোধ করার আহবান জানান তিনি। তিনি বলেন, জেল, জুলুম, নির্যাতন ও গ্রেফতার করে বিএনপিকে দমিয়ে রাখা যাবেনা। বিএনপি এখন অন্য সময়ের থেকে অনেক শক্তিশালী ও একতাবদ্ধ। যে কোন বাধা মোকাবেলা করার ক্ষমতা তাদের রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সেইসাথে তাঁর ভূলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আগামী সিটি নির্বাচনে তাকে ভোট প্রদানের আহবান জানান এবং নির্বাচনী প্রচারণা করার অনুরোধ জানান। এছাড়াও তিনি সকল বিপদে ও সমস্যায় কর্মীদের পাশে ছিলেন এবং আগামীতেও থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।
উপস্থিত ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ জীবন দিয়ে হলেও সরকারের নীল নক্সা বাস্তবায়ন হতে দেবেনা বলে প্রতিশ্রুতি দেন। সেইসাথে আগামী সিটি নির্বাচনে একতাবদ্ধভাবে বিএনপি ও ২০দলীয় জোটের প্রার্থী বুলবুলের পক্ষে সকল প্রকার কার্যক্রম পরিচালনা করবেন বলে জানান।
সভাপতির উপস্থিত নেতাকর্মীদের সিটি নির্বাচনে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত মাঠে থেকে দলের প্রার্থীর হয়ে কাজ করার আহবান জানিয়ে সভা শেষ করেন। আলোচনা শেষে সাইদুর রহমান পিন্টুকে আহবায়ক ও শাফিকুল ইসলাম শাফিককে সদস্য সচিব করে বোয়ালিয়া থানা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বোয়ারিয়া থানা বিএনপি’র সভাপতি সাউদুর রহমান পিন্টু।
খবর২৪ঘণ্টা/এমকে