1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সংসদ নির্বাচন: সহিংসতায় বিভিন্ন জেলায় সাতজন নিহত হয়েছে - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

সংসদ নির্বাচন: সহিংসতায় বিভিন্ন জেলায় সাতজন নিহত হয়েছে

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে নির্বাচনী সহিংসতার খবর আসছে। এ পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ।

রাজশাহী, কুমিল্লা, রাঙামাটি, ব্রাক্ষ্মণবাড়িয়া ও কক্সবাজার জেলায় একজন করে নিহত হয়েছেন।

চট্টগ্রাম জেলায় দুই জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজশাহী-৩ আসনে মোহনপুর উপজেলায় পাকুড়িয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে বেলা ১১টার দিকে সংঘর্ষে মেরাজউদ্দিন নামে ২২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র এএসপি আব্দুর রাজ্জাক তথ্যটি নিশ্চিত করেন।

এই পুলিশ কর্মকর্তা জানান বিএনপি-আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় নিহত মেরাজউদ্দিন মাথায় আঘাত পান।

তাকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করা হচ্ছে। নির্বাচনী সহিংসতায় চট্টগ্রাম ও রাঙামাটিতে তিন জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেটের একটি ভোট কেন্দ্র।
পার্বত্য জেলা রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগির কবির খবরটি নিশ্চিত করে বলেছেন, রাঙ্গামাটির কাউখালীতে সকালে আওয়ামী লীগের একজন পোলিং এজেন্ট মোটরসাইকেল করে কেন্দ্রে যাবার সময় হামলার মুখে পড়েন।

তাঁকে লাঠিসোটা দিয়ে পেটানো হলে সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

তিনি একই সাথে ঘাগড়া ইউনিয়নের যুবলীগের সেক্রেটারি বলে জানিয়েছেন মি. কবির।

তিনি হামলার জন্য বিএনপি কর্মীদের দায়ী করেছেন।

এরপর ঐ এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ দেখা দেয়।

জাতীয় নির্বাচনের পরিবেশ নিয়ে যা বললেন সেনাপ্রধান দেশের ইতিহাসে এবারের নির্বাচন কেন গুরুত্বপূর্ণ  তাতে আরও দশজন আহত হয়েছে।

গুরুতর অবস্থায় দুইজনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে।

 রাজশাহীর একটি কেন্দ্রে ভোট দিচ্ছেন এক ভোটার।
অন্যদিকে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ইমরান ভুঁইয়া বিবিসিকে জানিয়েছেন, গতরাত দুইটার দিকে বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়ন পরিষদে একটি কেন্দ্রের পাশে পুলিশের সাথে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষে একজন বিএনপি কর্মী নিহত হয়েছে।

তিনি তাদের ‘সশস্ত্র ক্যাডার’ বলে উল্লেখ করেছেন।

গত রাত ২টার দিকে বড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের পাশে এই ঘটনা ঘটে।

চট্টগ্রামে অতিরিক্ত পুলিশ সুপার একেএম ইমরান ভুঁইয়া দাবি করছেন, “তারা সেখানে ওৎ পতে বসেছিলেন।”

চট্টগ্রামের পটিয়ার পশ্চিম মালিয়াপাড়ার একটি কেন্দ্রের সামনে নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছে।

তবে তার দলীয় পরিচয় সম্পর্কে এখনো জানা যায়নি।

 সারাদেশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঢাকার শেওড়াপাড়া এলাকার একটি ছবি।
কুমিল্লার অতিরিক্ত পুলাশ সুপার মো সাখাওয়াত, চান্দিনার একটি কেন্দ্রে বিএনপির কর্মীরা হামলা করলে পুলিশ গুলি ছোঁড়ে। কয়েকজন আহত হয় এবং হাসপাতালে নেয়ার পর একজনকে মৃত বলে ঘোষণা করা হয়।

ব্রাক্ষ্মণবাড়িয়া সদরে নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল দুষ্কৃতিকারী কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে গেলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়।

সেসময় পুলিশ গুলি চালালে একজন নিহত হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২০ বছর।

তবে তিনি কোন দলের তা নিশ্চিত করে জানা যায়নি।

খবরটি নিশ্চিত করেছেন স্থানীয় সাংবাদিক আজিজুল সঞ্চয়।সূত্র: বিবিসি বাংলা

খবর২৪ঘণ্টা/জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST