1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শ্রীনগর থেকে গ্রেফতার তিন জইশ জঙ্গি - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ অপরাহ্ন

শ্রীনগর থেকে গ্রেফতার তিন জইশ জঙ্গি

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মারচ, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক:নিরাপত্তা বাহিনীর সাফল্য৷ শ্রীনগর থেকে ধৃত তিন জঙ্গি৷ এরা প্রত্যেকেই পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইস ই মহম্মদের সক্রিয় সদস্য বলে দাবি সেনা বাহিনীর৷

ধৃত তিন জঙ্গি রাইস হুররা, শহিদ ভাট ও ইশাক লোন৷ গোপন সূত্রে খবর পেয়ে এদিন শ্রীনগরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী৷ সেই সময়ই শ্রীনগর-বারামুলা রোডের উপর লাওয়েপোড়া থেকে গ্রেফতার করা হয় এই তিনজনকে৷৷

পুলওয়ামা হামলায় এরা তিন জনই জড়িত ছিল বলে জানা গিয়েছে৷

সেনাবাহিনীর মুখপত্র জানান, গাড়ি করে যাচ্ছিল এই তিন জঙ্গি৷ সন্দেহ হওয়াতেই তাদের তল্লাশি শুরু করে বাহিনী৷ তখনই উদ্ধার হয় বিস্ফোরক সহ বেশ কিছু অস্ত্র৷ উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামাতে সেনা কনভয়ে সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটে৷ সেখানে জঙ্গি আদিল মহম্মদ দার এসেছিল বিস্ফোরক বোঝাই প্রাইভেট গাড়িতে চড়েই৷

পুলওয়ামা হামলায় শহিদ হন ৪৬ জন সিআরপিএফ জওয়ান৷ ঘটনার পর প্রামাণ মেলে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ এই কাজের সঙ্গে যুক্ত৷ দুনিয়াজুড়ে পুলওয়ামা হামলার বিরুদ্ধে গর্জে ওঠে মানুষ৷ যদিও পাকিস্তান ভারতের দাবিকে অস্বীকার করে৷ প্রমাণ দিলেও কোনও লাভ হয়নি৷

এরপরই ইসলামাবাদকে উচিত শিক্ষা দিতে ২৬শে ফেব্রুয়ারি এয়ার স্ট্রাইক করে ভারতীয় বায়ু সেনা৷ পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে ঢুকে তারা গুঁড়িয়ে দেয় জইশ জঙ্গি ঘাঁটি৷ বায়ু সেনার দাবি এই স্ট্রাইকে নিহত হয়েছে বহু জঙ্গি৷ ভারতীয় বায়ু সেনার বীরত্বকে কুর্ণিশ জানায় আন্তর্জাতিক মহল৷ বিশ্ব আঙিনায় ইসলামাবাদকে এক ঘরে করতে মরিয়া হয় ভারত৷

এরপরও থামেনি পাকিস্তান৷ সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে ভারতের মাটিতে সন্ত্রাসবাদী হামলা চালাতে মরিয়া তারা৷ এমনকি ভারতের আকাশ সীমায় দেখা যাচ্ছে পাক ড্রোনও৷ সজাগ রয়েছে ভারতী সেনা৷

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST