নিজস্ব প্রতিবেদক :
নগরীর ডাবতলা মোড়ে বিভিন্ন নবনির্মিত ভবনে কাজ করার সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ম্যাজিষ্ট্রেট কর্তৃক শ্রমিকদের গ্রেফতারের প্রতিবাদে শনিবার বিকেলে শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকগণ রাস্তা অবরোধ করেন। রাজশাহী সিটি কর্পোরেশনের সামনে ঘন্টাব্যাপি অবরোধে শ্রমিকগণ গ্রেফতারকৃত শ্রমিকদের বিনাশর্তে দ্রত সময়ে মধ্যে মুক্তি দেওয়ার দাবী জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। এসময়ে রাস্তার উভয় পার্শে বিশাল যানজোটের সৃষ্টি হয়। পরে বোয়ালিয়া থানার অফিসার ইনাচার্জ আমানউল্লাহ আমান এসে বিক্ষুদ্ধ শ্রমিকদের রাস্তা থেকে সড়িয়ে দেন। সেইসাথে শ্রমিকদের ছেড়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
এসময়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি বলেন, গতকাল ডাবতলা মোড়ে বিভিন্ন ভবনে কাজ করার সময় রাসিক কর্তৃক উচ্ছেদ অভিযান পরিচালনা কালে ম্যাজিষ্ট্রেট সমর কুমার পালের নির্দেশে নারীসহ শতাধিক বিভিন্ন ধরনের শ্রমিককে গ্রেফতার করেন পুলিশ। তিনি বলেন, শ্রমিকদের কোন অপরাধ নাই। তারা মালিকের কাজ করেন। মালিককে
গ্রেফতার না করে সাধারণ নিরিহ শ্রমিকদের গ্রেফতার করার প্রতিবাদে এই অবরোধ করা হয়। এছাড়াও তাদের তিনটি মোটর সাইকেল জব্দ করে নিয়ে গেছে বলে দাবী করেন রাজশাহী জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি নবাব আলী। এদিকে রাজশাহী বিল্ডিং প্রিন্টার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি রনি হোসেন রাহুল বলেন, অন্যায়ভাবে পুলিশ তাদের শ্রমিকদের গ্রেফতার করেন। তিনি শ্রমিকদের নি:শর্ত মুক্তি দাবী করেন। সেইসাথে আগামীতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে সকল শ্রমিকদের নিয়ে রাজশাহী অচল করে দেওয়ার হুমকি দেন উপস্থিত সকল শ্রমিক নেতা।
এবিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের ম্যাজিষ্ট্রেট সমর কুমার পালের নিকট জানতে চাইলে তিনি বলেন, কোন শ্রমিককে গ্রেফতার করা হয়নি। মালিকদের ধরার জন্যই শ্রমিকদের নাম মাত্র আটকিয়ে রাখা হয়।
মালিকদের শেষ পর্যন্ত না পেলেও সকল শ্রমিকদের যেখান থেকে আটক করা হয় সেখানে নিয়ে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে বোয়ালিয়া থানার অফিসার্স ইনচার্জ আমানউল্লাহ আমান জানান, শ্রমিকদের এখানে কোন দোষ নেই। তিনি অবরোধ স্থলে এসে শ্রমিকদের অনুরোধ করলে রাস্তা থেকে অবরোধ তুলে নেন। তিনি আরো বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তিনি শ্রমিকদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকগণ ঘটনাস্থল ত্যাগ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃত সকল শ্রমিককে ছেড়ে দেওয়া হয়েছে বলে শ্রমিক নেতা রবি জানান। এসময়ে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নে সহ-সভাপতি আজিজুল হক বাঙ্গালী, নাসির, সাধারণ সম্পাদক হুমায়ন রেজা জেনু ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম হারুনসহ শত শত শ্রমিক।
আর/এস