বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শোকের মাস আগষ্ট উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ আগষ্ট) বিকাল সাড়ে ৫ টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে তমালতলায় এক শোক র্যালি বের করা হয়।
র্যালিটি তমালতলা চারমাথা মোড় থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে চারমাথা মোড়ে তমালগাছের নীচে উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক আবুল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদুর রহমান চাঁদ।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেকেন্দার রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য শেফালী মমতাজ, সাবেক সংসদ সদস্য শহীদ জননেতা মমতাজ উদ্দিনের পুত্র শামীম আহম্মেদ সাগর, অবসরপ্রাপ্ত লেঃ কর্ণেল রমজান আলী সরকার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জামিলুর রহমান বাবু, ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মিঠু, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জহুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম, নয়েজ মাহমুদ, আঃ কুদ্দুস, শাহ আলম প্রমুখ।
খবর ২৪ঘণ্টা/ নই