খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: ১৯৪৬ সালে রাজ কপূরের সঙ্গে বিয়ে হয় কৃষ্ণা কপূরের। তাঁদের তিন ছেলে ঋষি কপূর, রণধীর কপূর, রাজীব কপূর। ও দুই মেয়ে রেমা কপূর, ঋতু কপূর।
শোকের ছায়া কপূর পরিবারে। প্রয়াত হলেন কৃষ্ণা রাজ কপূর। বিখ্যাত পরিচালক রাজ কপূরের স্ত্রী ছিলেন তিনি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন কৃষ্ণা দেবী। সোমবার ভোর ৪টে নাগাদ প্রয়াত হন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
১৯৪৬ সালে রাজ কপূরের সঙ্গে বিয়ে হয় কৃষ্ণা কপূরের। তাঁদের তিন ছেলে ঋষি কপূর, রণধীর কপূর, রাজীব কপূর। ও দুই মেয়ে রেমা কপূর, ঋতু কপূর। এদের মধ্যে ঋষি কপূরের সন্তান হল রণবীর কপূর।
কৃষ্ণা কপূরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। তাঁর মৃত্যুতে রবিনা ট্যান্ডন, অনুপম খের-সহ বি-টাউনের অনেক তারকা সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেছেন।
/জেএন