শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের খুরতা গ্রামে সরকারি রাস্তা দখল করে পুকুরের পাড় নির্মাণ এবং বৃষ্টির পানি বের হওয়ার পথ বন্ধ করায় উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাযিল মাদরাসার কমিটির বিরুদ্ধে গত মঙ্গলবার দুপুরে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসি।
অভিযোগ সুত্রে জানা যায়, শেরপুর শহরের উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাযিল মাদরাসার নামে বেশকিছু জমি উপজেলার কুসুম্বি ইউনিয়নের খুরতা গ্রামে আছে। সেই জমিগুলো নিচু ও ডোবা থাকায় সেখান দিয়ে বৃষ্টির পানি প্রবাহিত হয়ে আসছে। কিন্তু মাদ্রাসা কমিটি সেই জমিতে পুকুর খনন করে এবং ১৬ ফিট সরকারি রাস্তার পূর্ব পাশ থেকে প্রায় ৩ফিট পাড়ের ভিতর নিয়ে নেওয়ার কারণে বৃষ্টির পানি আর বের হতে পারছেনা। তাই একটু বৃষ্টি হলে পানি জমে গিয়ে বসতবাড়িসহ পুরো গ্রামে পানি জমে যাওয়ায় গ্রামের মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। এ অবস্থা থেকে পরিত্রান পেতে উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাযিল মাদরাসার কমিটির বিরুদ্ধে গত মঙ্গলবার দুপুরে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসি।
এ ব্যাপারে উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাযিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল হাই বারী বলেন, পুকুরের এক পাড়ের পাশদিয়ে পানি প্রবাহিত করার জন্য রাস্তা করে নেওয়া জন্য বলা হয়েছে কিন্ত গ্রামবাসি পুকুরের দুই পাড়ের পাশ দিয়ে বৃষ্টির পানি বের করতে চায়। এতে পুকুরের নতুন পাড় ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা বেশি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘন্টা/নই