1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শেরপুরে মানুষিক ভারসাম্যহীন নারীর চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রশাসন - খবর ২৪ ঘণ্টা
বধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন

শেরপুরে মানুষিক ভারসাম্যহীন নারীর চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রশাসন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলা, ২০২০

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে মানুষিক ভারসাম্যহীন ক্ষুদ্র নৃ-তাত্বিক গোষ্ঠী’র নারী নিরপতি কোচের (৩৭) পাশে দাঁড়ালেন জেলা প্রশাসন। নিরপতি কোচ উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের সতেন্দ্র কোচের স্ত্রী। জানা যায়, বিশ বছর আগে তার বিয়ে হয়।


এক বছর আগে তার স্বামী সতেন্দ্র কোচের মৃত্যু হয়। বিয়ের পর এক সন্তানের জননী হন নিরপতি কোচ। এরপর থেকেই তিনি মানুষিক ভারসাম্যহীন হয়ে পরে। তখন থেকেই তাকে শিকলে বন্দি করে রাখে তার পরিবারের সদস্যরা। মানুষিক ভারসাম্যহীনতার কারনে কর্মহীণ হয়ে পড়ে ওই নারী। ফলে অভাব-অনটন, দুঃখ আর দুর্দশা সতেন্দ্র কোচের পরিবারের নিত্য সাথী। একবেলা খাবার জুটলেও আরেক বেলা জুটেনা।

অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছে নিরপতি কোচ ও তার পরিবারের সদস্যরা। বৃদ্ধা মা পাতিশ্বরী কোচ বয়সের ভারে নুয়ে পড়েছে। জমি-জমা, সহায়-সম্বল নেই বললেই চলে। তবুও কন্যার মুখে একবেলা হলেও অন্ন তুলে দিতে অন্যের দ্বারে দ্বারে হাত পাততে হয় তাকে। আর্থিক অভাব অনটনের কারনে মানুষিক ভারসাম্যহীন মেয়ের চিকিৎসা করাতে


পারেনি সে। ফলে এক যুগ ধরে শিকল বন্দী করে রাখা হয় তাকে। পাতিশ্বরী কোচ বলেন, তার মেয়ের নামে একটি প্রতিবন্ধি ভাতা’র কার্ড চেয়ে বহু আবেদন নিবেদন করেছেন স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে।

কিন্তু আজও নিরপতি কোচের ভাগ্যে জুটেনি একটি প্রতিবন্ধি ভাতা’র কার্ড। এ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে শেরপুরের জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়। পরে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ নিরপতি কোচের বাড়িতে যান। তিনি সরকারী ভাবে চিকিৎসার সহায়তাসহ ভাতা’র কার্ড প্রদানের আশ্বাস দেন। নির্বাহী অফিসার রুবেল মাহমুদ বলেন, প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহায়তা সম্ভব তা করা হবে।

খবর২৪ঘন্টা /এএইচআর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST