শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিকল্পে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। গত দুদিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান ও মোবাইল কোর্টে ২৭ জনকে ৬৪ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায় ১মে বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী সেখ শেরপুর বারদুয়ারী হাট,দশমাইল বাজার ও গাড়ীদহ এলাকায় লোকজন সামাজিক দ‚রত্ব মানছেন কিনা তা পর্যবেক্ষণ করেন এবং যারা সামাজিক দূরত্ব মেনে না চলে সংক্রামক রোগ বিস্তারে ভ‚মিকা রাখছেন, তাদের ৮ জনকে ১২ হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা বারদুয়ারী হাট, মহিপুর বাজার ও গাড়ীদহ এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি গত ৩০ এপ্রিল রাতে ও ১মে বিকাল ৪ টায় হাইওয়ে পুলিশের সহযোগিতায় গাড়ীদহ বাজারে চেকপোস্ট বসিয়ে ঢাকা থেকে বগুড়া ও রংপুরগামী যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের ১৯ জন ড্রাইভারকে ৫২ হাজার ৫শ টাকা জরিমানা করেন। অভিযান সম‚হে হাইওয়ে পুলিশ ও শেরপুর থানা পুলিশ সহযোগিতা করেন।
খবর২৪ঘন্টা/নই