শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে রমজান উপলক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ২৭ এপ্রিল সোমবার দুপুর পর্যন্ত বিভিন্ন হাট-বাজারে মনিটরিং করেন এবং আদার ও পেয়াজের দাম বেশি নেওয়ায় দুই দোকানদার কে জরিমানা করা হয়েছে।
জানা যায়, শেরপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম রানা রমজান উপলক্ষে ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনিয় দ্রব্য মূল্য বৃদ্ধি করতে না পারে সেই লক্ষে ২৭ এপ্রিল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার শেরুয়া বটতলা বাজার, গোসাইবাড়ি বটতলা বাজার, গাড়ীদহ বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় আদা, রসুন, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেশি রাখায় ভ্রাম্যমান আদালত ২ জন দোকানদারকে ১৩শ টাকা জরিমানা ও কয়েকজনকে সতর্ক করা হয়। বাজার মনিটরিংয়ের ফলে পেঁয়াজের দাম ৫৫ টাকা থেকে কমে ৪৫ টাকা, আদার দাম ২শ৬০ টাকা থেকে কমে ১শ ৬০-১শ ৭০ টাকা, রসুনের দাম ১শ ২০ টাকা থেকে কমে ১শ টাকা এবং মুড়ি ৬৫ টাকায় বিক্রি করা হচ্ছে।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।