1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শেরপুরে অপচেষ্টার বিরুদ্ধে ও ন্যায্য অর্থ প্রাপ্তির দাবীতে মানববন্ধন - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন

শেরপুরে অপচেষ্টার বিরুদ্ধে ও ন্যায্য অর্থ প্রাপ্তির দাবীতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপটেম্বর, ২০২০

শেরপুর(বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়ক চার লেনে সম্প্রসারণের আওতায় ব্যবসায়ীদের নিজস্ব অর্থায়নে নির্মিত অবকাঠামোর ধার্য্যকৃত অর্থ পরিশোধ না করে, সংশ্লিষ্ট ঠিকাদার কর্তৃক অবকাঠামো ভাঙ্গার চেষ্টার বিরুদ্ধে এবং ন্যায্য অর্থ প্রাপ্তির দাবীতে ছোনকা বাজার এলাকায় ২৩ সেপ্টেম্ববর বুধবার সকাল ১০টায় বাজার ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সভাপতি ও ছোনকা বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক এসএম আবুল কালাম আজাদ, ভবানীপুর ইউপি সদস্য সাইফুল ইসলাম, বাজার ব্যবসায়ী নেতা মহসিন আলী, ইয়াকুব আলী রাঙ্গা, মামুন হোসেন, সাবেক ইউপি সদস্য শাহজাহান আলীসহ প্রমুখ। মানববন্ধনে ছোনকা বাজার এলাকার সর্বস্তরের ব্যবসায়ীরা এই কর্মসূচিতে অংশগ্রহন করেন।
অপরদিকে ছোনকা বাজার ব্যবসায়ীদের নিজস্ব অর্থায়নে নির্মিত অবকাঠামোর ধার্যকৃত অর্থ পরিশোধ না করায় এবং সাসেকের সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক অবকাঠামো ভাঙ্গার চেষ্টারোধে ২০ সেপ্টেম্বর বগুড়ার ১ম জেলা জজ আদালতে মামলা দায়ের করেন ব্যবসায়ীরা। মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত বিবাদীদের বিরুদ্ধে কেন অস্থায়ী ও অর্ন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হবেনা মর্মে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব), সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী, সাসেকের ঠিকাদারী প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের আদেশ দেন।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST