শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আব্দুল হালিম (৩০) কে রবিবার বিকালে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ৬টি মামলায় গ্রেফতারী পরোয়ানাসহ ১০টি মামলা বিচারধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হালিম শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামের দেলবর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে ছাত্রশিবির নেতা হালিমকে হাপুনিয়া দাখিল মাদ্রাসার নিকট থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বুলবুল ইসলাম জানান, ৬টি নাশকতা মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন।
খবর২৪ঘণ্টা, জেএন