রাজশাহী (গোদাগাড়ী) প্রতিনিধিঃ
রাজশাহী -১ আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা বেকার যুবক ও যুবতীদের জন্য কর্ম সৃষ্টি করে ন্যাশনাল সার্ভিসের চাকুরীর সুযোগ তৈরী করে দিয়েছে যা অন্যন্য দৃষ্টান্ত। এই চাকুরী তোমাদের কে চাইতে হয়নি তিনি নিজেই তোমাদের উপহার দিয়েছে। যে জিনিস না চাইতেই পাওয়া যায় সেটার আনন্দই আলাদা তাই জননেত্রীর জন্য তোমাদের হৃদয়ে ভালবাসার জায়গা করে দিতে হবে।
তিনি বৃহস্পতিবার জাতীয় যুবদিবসের আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। তিনি বলেন, শেখ হাসিনা গ্রামীণ জনপদে আর্থ সামাজিজ ও অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছে আগামিতে পুনরায় নির্বাচিত হলে গ্রামীণ জনপদকে শহরে রুপান্ত করবে বলে জানিয়ে সকল কে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুক আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত যুবদিবসের আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ইসহাক, যুব উন্নয়ন কর্মকর্তা মো আশিকুর রহমান উপজেলা আওয়ামীলীগ সভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগ সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
এর আগে যুবদিবসের একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের শহিদ ফিরোজ চত্ত্বর প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে এসে শেষ হয়।
খবর২৪ঘন্টা / সিহাব
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।